বাংলা৭১নিউজ,ঢাকা: সড়কে যারা নৈরাজ্য সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ।রোববার সচিবালয়ে সাধারণ বীমা করপোরেশনে সরকারকে ৪০ কোটি টাকার চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন।
শ্রমিকদের ডাকা পরিবহন ধর্মঘট প্রসঙ্গে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সড়কে নৈরাজ্য সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এসময় মন্ত্রী দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়েও কথা বলেন।
তিনি বলেন, নির্বাচনকালীন সরকারে কারা কারা থাকছেন তা দু‘একদিনের মধ্যে আপনারা জানতে পারবেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলেছেন।
মন্ত্রী বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন নই। উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। কারণ নির্বাচন বিঘিœত করার মতো কোন কর্মকাণ্ড কেউ করতে পারবে না। বর্তমান সরকার সতর্ক অবস্থানে রয়েছে।
বিএনপির নির্বাচন বিষয়ে তিনি বলেন, আগামী একাদশ জাতীয় নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে। তারা যদি নির্বাচনে না আসে, তাহলে তাদের অস্তিত্ব থাকবে না।
সরকারকে ৪০ কোটি টাকা প্রদান প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার শুধু দেশের উন্নয়ন করেন না। তারা অর্থনীতিসহ দেশের বিভিন্ন খাতে অবদান রাখছে। সাধারণ বীমায় ভিন্নমত থাকতে পারে। সবাই টিম ওয়ার্ক করে বীমা খাতকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এরমানে এই নয় সরকার বীমা ব্যবসা করে। তবে, কিছু প্রতিষ্ঠান আছে যেখানে সরকারকে ব্যবসা করতে হয়। সেটি সুবিধা-অসুবিধা বিবেচনা করে।
বীমা খাতে মানুষের অনাস্থার কথা জানিয়ে তিনি বলেন, এক সময় বীমার উপর মানুষের অনেক অভিযোগ ছিল। অভিযোগ ছিল, ক্ষতিপূরণ পাওয়া যায়না। বর্তমানে এ সব অভিযোগ কমে গেছে। আগামীতে সাধারণ বীমার ব্যবসা আরও বাড়বে বলে জানান অর্থমন্ত্রী।
বাংলা৭১নিউজ/আরএম