বাংলা৭১নিউজ,(জয়পুরহাট)প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আক্কেলপুর-বগুড়া সড়কের ভিকনী ব্রিজের উত্তর পাশের ডোবা থেকে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ মার্চ) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ডোবায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তার পরনে লাল চেক শার্ট ছিল। তার লুঙ্গি সড়কের পাশে খোলা অবস্থায় পাওয়া গেছে।
আক্কেলপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লোকটির কাছ থেকে একটি পুটলির মধ্যে ৩ হাজার ৫০০ টাকা পাওয়া গেছে। তার মৃগী রোগ ছিল বলে ধারণা করা হচ্ছে। রাতের কোনো এক সময় প্রকৃতির ডাকে সাড়া দিয়ে রাস্তার নিচে ডোবায় পানি খরচ করার সময় মৃগী রোগের কারণে পানিতে পড়ে তার মৃত্যু ঘটতে পারে। ময়নাতদন্তের জন্য মরদেহটি জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বাংলা৭১নিউজ/এমকে