শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাবেক রেলমন্ত্রী মুজিবুলসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ এবার কারও পক্ষ নিয়ে কাজ করলে অসুবিধা হবে : কর্মকর্তাদের সিইসি অল্প কিছুদিনের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল ইসলামী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরি শেখ হাসিনার দুর্নীতি খুঁজে বের করতে টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত ডিএমপির ১২ ডিসিকে বদলি ‘বৃহত্তর ইসরাইলের’ মানচিত্র প্রকাশ, আরব দেশগুলোর কড়া প্রতিবাদ বিমানবন্দরে রক্তাক্ত সেই প্রবাসীকে জরিমানা, হতে পারে জেলও ৩০ জুনের আগেই মহার্ঘভাতা ঘোষণা মানিকগঞ্জে ডিসির রুমের সামনে শিক্ষার্থীদের অবস্থান দাবি মানার আল্টিমেটাম দিয়ে ‌‌শাহবাগ ছাড়লেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা শরীয়তপুরে থানা থেকে ওসির মরদেহ উদ্ধার নিক্সন ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩ হাজার ১৬২ কোটি টাকা লেনদেন শহীদ মিনারের পর শাহবাগ অবরোধ বিডিআর সদস্যের স্বজনদের জেনেভা ক্যাম্পের আলোচিত সন্ত্রাসী চুয়া সেলিম গ্রেপ্তার মা‌র্কি‌নিদের হয়ে ঢাকায় বিশেষ দা‌য়িত্ব সামলাবেন ট্র্যাসি জ্যাকবসন বিসিএসে বাদ পড়া ২২৭ জনের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন রাশিয়ায় বিমানবাহিনীর তেলের ডিপোয় ইউক্রেনের হামলা হাইভোল্টেজ ম্যাচে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

স্বর্ণের দাম দুই বছরে সর্বোচ্চ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ১ জুলাই, ২০১৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা : দুই বছরে স্বর্ণের দাম বেড়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। একই সঙ্গে রুপার দাম বেড়েছে ৩ শতাংশ। ডলারের দুর্বল অবস্থার পরিপ্রেক্ষিতে বাজারে স্বর্ণের দামে বর্তমানে ঊর্ধ্বমুখী প্রবণতা বিরাজ করছে।

আগস্টে সরবরাহের চুক্তিতে বুধবার প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়েছে ৯ ডলার বা ০.৭ শতাংশ। এদিন মূল্যবান ধাতুটির প্রতি আউন্সের দাম স্থির হয় ১ হাজার ৩২৬ ডলার ৯০ সেন্টে। এ দাম ২০১৪ সালের ১১ জুলাইয়ের পর সর্বোচ্চ।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের পৃথক হওয়ার সিদ্ধান্তের প্রেক্ষাপটে বৈশ্বিক বাজারে সৃষ্ট ঝুঁকির কারণে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী।

চলতি সপ্তাহে স্বর্ণের কেনাবেচা হয়েছে ০.৩ শতাংশ বেশি হারে। গত বছরের একই সময়ের তুলনায় এটি ২৫ শতাংশ বেশি। এদিকে এসপিডিআর গোল্ড ট্রাস্টের সূচক বেড়েছে ১ শতাংশ।

থিংকফরেক্সের প্রধান বাজার বিশ্লেষক নাইম আসলাম জানান, যুক্তরাজ্যের ইইউ থেকে বিচ্ছিন্ন হওয়া-বিষয়ক লিসবন ট্রিটির ৫০ অনুচ্ছেদ নিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর সঙ্গে সঙ্গে পণ্যবাজারের অস্থিরতা আরো বাড়বে। আর এ অস্থিরতা ভবিষ্যৎ সরবরাহের চুক্তিতে স্বর্ণের দাম বাড়ায় বিশেষ ভূমিকা রাখবে। বিচ্ছেদ-বিষয়ক ইইউ ও যুক্তরাজ্যের মধ্যবর্তী আলোচনা চলার পুরো সময়ে বাজারে এ অস্থিরতা বিরাজ করবে।

এদিকে স্বর্ণের বাজারের চেয়েও বুধবার রুপার বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে বেশি। সেপ্টেম্বরে সরবরাহের চুক্তিতে রুপার দাম আউন্সপ্রতি বেড়েছে ৫১ দশমিক ৮ সেন্ট বা ২ দশমিক ৯ শতাংশ। এদিন রুপার দাম স্থির হয় ১৮ দশমিক ৪০৭ ডলারে। এ দাম ২০১৪ সালের সেপ্টেম্বরের পর সর্বোচ্চ।

ডাবলিনভিত্তিক প্রতিষ্ঠান গোল্ডকোরের গবেষণা পরিচালক মার্ক ও’বায়ার্ন বলেন, শেয়ার, বন্ড এমনকি স্বর্ণের বাজার তুলনায় অনেক ছোট হলেও স্বর্ণের মতো রুপাও উজ্জীবিত হয়ে উঠেছে। রুপার বাজারের বর্তমান অবস্থা অনেক শক্তিশালী।

সাম্প্রতিক এ প্রতিবেদনে দেখা গেছে, ক্রেতাদের ব্যয়প্রবণতা এপ্রিলের তুলনায় মে মাসে হ্রাস পেয়েছে। এ পরিপ্রেক্ষিতে স্বর্ণের বাজার একটি শক্ত ভিত খুঁজে পেয়েছে। পাশাপাশি মুদ্রাস্ফীতির হারেও কিছু পরিবর্তন হয়েছে। আইসিই ডলার সূচকের মান এরই মধ্যে কমেছে দশমিক ৬ শতাংশ। সাধারণত ডলার আর স্বর্ণের বাজার বিপরীতমুখী প্রবণতায় পরিবর্তিত হলেও বুধবার কিছু ভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। এদিন স্বর্ণের সঙ্গে সঙ্গে চাঙ্গা ছিল যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারও।

এদিকে স্বর্ণ ও রুপার পাশাপাশি অন্যান্য ধাতুর বাজারেও বুধবার ছিল চাঙ্গাভাব। এদিন সেপ্টেম্বরে সরবরাহের চুক্তিতে তামার দাম বেড়েছে ১ দশমিক ১ সেন্ট বা ০.৫ শতাংশ। প্রতি পাউন্ড তামার দাম এদিন ছিল ২.১৮৬ ডলার। বেড়েছে প্লাটিনামের দামও। অক্টোবরে সরবরাহের চুক্তিতে প্রতি আউন্স প্লাটিনামের দাম এদিন স্থির হয় ১ হাজার ১৩ ডলার ৫০ সেন্টে।

আগের দিনের চেয়ে এ দাম ৩২ ডলার ৯০ সেন্ট বা ৩.৪ শতাংশ বেশি ছিল। একইভাবে সেপ্টেম্বরে সরবরাহের চুক্তিতে প্যালাডিয়ামের দাম বেড়েছে ২০ ডলার ৬০ সেন্ট বা ৩.৬ শতাংশ। এদিন প্যালাডিয়ামের দাম স্থির হয় ৫৯০ ডলার ৫৫ সেন্টে।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com