বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাবেক রেলমন্ত্রী মুজিবুলসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ এবার কারও পক্ষ নিয়ে কাজ করলে অসুবিধা হবে : কর্মকর্তাদের সিইসি অল্প কিছুদিনের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল ইসলামী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরি শেখ হাসিনার দুর্নীতি খুঁজে বের করতে টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত ডিএমপির ১২ ডিসিকে বদলি ‘বৃহত্তর ইসরাইলের’ মানচিত্র প্রকাশ, আরব দেশগুলোর কড়া প্রতিবাদ বিমানবন্দরে রক্তাক্ত সেই প্রবাসীকে জরিমানা, হতে পারে জেলও ৩০ জুনের আগেই মহার্ঘভাতা ঘোষণা মানিকগঞ্জে ডিসির রুমের সামনে শিক্ষার্থীদের অবস্থান দাবি মানার আল্টিমেটাম দিয়ে ‌‌শাহবাগ ছাড়লেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা শরীয়তপুরে থানা থেকে ওসির মরদেহ উদ্ধার নিক্সন ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩ হাজার ১৬২ কোটি টাকা লেনদেন শহীদ মিনারের পর শাহবাগ অবরোধ বিডিআর সদস্যের স্বজনদের জেনেভা ক্যাম্পের আলোচিত সন্ত্রাসী চুয়া সেলিম গ্রেপ্তার মা‌র্কি‌নিদের হয়ে ঢাকায় বিশেষ দা‌য়িত্ব সামলাবেন ট্র্যাসি জ্যাকবসন বিসিএসে বাদ পড়া ২২৭ জনের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন রাশিয়ায় বিমানবাহিনীর তেলের ডিপোয় ইউক্রেনের হামলা হাইভোল্টেজ ম্যাচে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

স্ত্রীসহ সাবেক ওসির বিরুদ্ধে দুদকের মামলা

বাংলা৭১নিউজ, ঢাকা:
  • আপলোড সময় বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ৩৯ বার পড়া হয়েছে

পৌনে তিন কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাতক্ষীরা কলারোয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি মোফাজ্জেল হোসেন ও তার স্ত্রী জেসমিন সুলতানার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১ মার্চ) সংস্থার সহকারী পরিচালক আশিকুর রহমান বাদী হয়ে দুদক সমন্বিত জেলা কার্যাল, ঢাকা-২ এ মামলাটি দায়ের করেন। দুদক আইন ২০০৪ এর ২৭(১) ধারায় মামলাটি করা হয়। দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

মামলা সূত্রে জানা গেছে, সাবেক ওসি মুন্সী মোফাজ্জেল হোসেনের নিজ ও স্ত্রীর নামে সাভারে ৯ তলা ও ৪ তলা দুটি বাড়ি আছে। রয়েছে নগদ টাকাও। ২০০৬ সালে জেসমিন সুলতানাকে বিয়ে করেন মোফাজ্জেল। স্ত্রী গৃহিণী হলেও মোফাজ্জেল বিভিন্ন নথিতে তাকে ব্যবসায়ী হিসেবে দেখানোর চেষ্টা করেছেন। তবে শেষ রক্ষা হয়নি।

আসামি মুন্সী মোফাজ্জেল হোসেন তার স্ত্রীর কাছ থেকে ৮৭ লাখ টাকা ঋণ আদান-প্রদান করে উভয়ের আয়কর নথিতে তা দেখিয়ে অবৈধ উপায়ে অর্জিত অর্থ বৈধ করার অপচেষ্টা করেছেন বলে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, আসামি মোফাজ্জেলের নামে চার কোটি ৮৯ লাখ ২৯ হাজার ১৬৬ টাকার সম্পদ অর্জনের তথ্য পায় দুদক। তবে অনুসন্ধানে তিন কোটি ৭৮ লাখ ২৭ হাজার গ্রহণযোগ্য আয় পায় দুর্নীতি বিরোধী সংস্থাটি। ফলে এক কোটি ১১ লাখ এক হাজার ২১০ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। এ সম্পদ অবৈধভাবে অর্জনের অভিযোগে মোফাজ্জেলের বিরুদ্ধে দুদক আইন ২০০৪-এর ২৭(১) ধারায় মামলাটি করা হয়।

অন্যদিকে আসামির স্ত্রী জেসমিন সুলতানা বিরুদ্ধে এক কোটি ৫৯ লাখ ৬৮ হাজার ২৬৫ টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া যাওয়ায় তাকেও মামলার আসামি করা হয়েছে।

জেসমিন সুলতানার কোনো ব্যবসা-বাণিজ্য নেই। তার আয়ের কোনো বৈধ উৎসও নেই। জেসমিন সুলতানার স্বামী মুন্সি মোফাজ্জেল হোসেন পরিদর্শক হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কর্মরত থাকাকালে ঘুস ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ বৈধ করার জন্য স্ত্রীর নামে রেখেছেন বলেও এজহারে উল্লেখ করা হয়।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com