বাংলা৭১নিউজ, আফতাব হোসেন, চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনায় স্কুলের দেয়াল ধ্বসে ৪ শিশু শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে পাবনার পৌর সদরের শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে ২ জনের অবস্থার অবনতি হলে তাদেরকে রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংস্কার কাজের জন্য স্কুলের দেয়াল ঘেঁষে বালুসহ নির্মাণ সামগ্রী রেখেছিলেন ঠিকাদার। সকালে স্কুলের দেয়ালের পাশ দিয়ে যাচ্ছিল কয়েকজন শিক্ষার্থী। এ সময় হঠাৎ দেয়াল ধ্বসে পড়ে শিক্ষার্থীদের ওপর। এতে গুরুতর আহত হয় দ্বিতীয় শ্রেণির ছাত্রী আফরিন নাহার ও আফসানা এবং শিশু শ্রেণির ছাত্র আল আমিন ও ইসমাইল হোসেন। তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশঙ্কজনক অবস্থায় কতর্ব্যরত চিকিৎসক আফরিন নাহার ও ইসমাইল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
খবর পেয়ে হাসপাতালে গিয়ে আহত শিক্ষার্থীদের দেখতে ও চিকিৎসার খোঁজ খবর নেন জেলা প্রশাসক জসিম উদ্দিন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম।
এদিকে ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা স্কুলের সামনে ভাঙা দেয়ালের ইট ফেলে তারা ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয়।
বাংলা৭১নিউজ/জেএস