সৌদি আরবে নির্মাণাধীন ভবনের পাঁচতলার ছাদ থেকে পড়ে আব্দুল হক মিয়া (৫৫) নামে প্রবাসী এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার বাংলাদেশ সময় ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নন্দীপাড়া গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। বাড়িতে আব্দুল হক মিয়ার বৃদ্ধা মা, স্ত্রী ও চার মেয়ে রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে শোকে কাতর পরিবারের লোকজন।
পারিবারিক সূত্রে জানা গেছে, নির্মাণশ্রমিক হিসেবে আব্দুল হক মিয়া ২০-২৫ বছর আগে সৌদি আরবে যান। এর মধ্যে বেশ কয়েকবার দেশে এসেছিলেন। চলতি বছর দেশে ফিরে স্বজনদের সাথে ঈদ উদযাপন করার কথা ছিল তার। আগামী ২১ এপ্রিল দেশে ফেরার জন্য তিনি টিকেটও করেছিলেন। কিন্তু এর চার দিন আগে কর্মরতবস্থায় পঞ্চমতলার ওপর থেকে নিচে সিঁড়িতে পড়ে যান তিনি। এতে তার মাথা থেতলে যায়। সাথে সাথে জেদ্দা হাসপাতালে নেয়ার পর দিন তার মৃত্যু হয়।
তার লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন নিহতের চাচাতো ভাই মো: সাহিবুর রহমান।
বাংলা৭১নিউজ/এবি