ভরত সরকার রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপের পরদিন চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ৭২৭ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। রোববার (২০ আগস্ট) দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত ভারত থেকে এই পেঁয়াজ আসে দেশের গুরুত্বপূর্ণ স্থলবন্দরটিতে। এদিকে, চাঁপাইনবাবগঞ্জের বাজারে এক দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে ১০ টাকা পর্যন্ত।
সোনামসজিদ স্থলবন্দর কাষ্টমসের সহকারী কমিশনার প্রভাত কুমার সিংহ এতথ্য নিশ্চিত করেছেন।
প্রভাত কুমার জানান, আজ দুপুরের পর থেকে ২৫টি ট্রাকে ৭২৭ টন পেঁয়াজ আমদানি হয়। অনুমোদিত ইমপোর্ট পারমিট বা আইপি যাচাই-বাছাই করে আমদানি পেঁয়াজবাহী ট্রাক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে অন্যান্য দিনের তুলনায় এদিন কম পেঁয়াজ এসেছে।
পেঁয়াজ আমদানিকারক আবুল হাসনাত দুরুল জানান, রোববার থেকেই বর্ধিত শুল্ক দিয়ে ভারতীয় রপ্তানিকারকরা বাংলাদেশে পেঁয়াজ পাঠিয়েছেন। বর্ধিত অর্থ ভারতের রপ্তানিকারকরা বাংলাদেশের আমদানিকারকদের কাছ থেকে নিয়ে নেবেন। ফলে বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি পাবে।
স্থানীয় বাজারে দাম নিয়ন্ত্রণে আনতে এবার পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে ভারত। শনিবার দেশটির অর্থ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে শুল্ক আরোপের সিদ্ধান্ত জানায়। এ সিদ্ধান্ত ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।
বাংলা৭১নিউজ/এসএইচ