বাংলা৭১নিউজ,কক্সবাজার ব্যুরো: মহশখালীর সোনাদিয়ায় ৪ টি লাশ ভাসছে বলে খবর পাওয়াগেছে।
স্থানীয় চেয়য়ারম্যান মোশাররফ হোসেন খোকন বিষয়টি স্বীকার করে বলেন, তিনি খবরটি শুনেছেন।
বিস্তারিত জানতে চেষ্টা করছেন।
মহেশখালীর ওসি প্রীদপ জানান, ৩/৪ লাশ ভাসছে বলে জেনেছি। বিস্তারিত জানতে লোক পাঠিয়েছি।
বাংলা৭১নিউজ/জেএস