শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাংলাদেশে আসছে স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট শনিবার থেকে শীত আরও বাড়বে ‘অধিকারের প্রশ্নে কারও সঙ্গে আপস করবো না’ ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় আহত ১২ রংপুরে পূবালী ব্যাংক সিকিউরিটিজের ডিজিটাল বুথ চালু দিনাজপুরে শাহ্জালাল ইসলামী ব্যাংকের শীতবস্ত্র বিতরণ শিরীন শারমিন কোথায়, ঘরে বসে আঙুলের ছাপ দেওয়ার অভিযোগ হাসপাতাল ছেড়ে ছেলের বাসায় যেতে পারেন খালেদা জিয়া পুতিনের সাথে বসতে প্রস্তুত ট্রাম্প অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করল বিশ্বব্যাংক বাংলাদেশ সীমান্তে বিএসএফের ‘অপস অ্যালার্ট’, মহড়াসহ আরও যা হবে বাংলাদেশে বৈদ্যুতিক যানবাহন কারখানা স্থাপনে চীনকে আহ্বান সীমান্ত নিয়ে যে বার্তা দিলেন বিজিবি অধিনায়ক কিবরিয়া ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বায়ু নাইজেরিয়ায় বিদ্রোহী গোষ্ঠীর হামলায় ২০ জেলে নিহত মামলা করলেন সারজিস আলম চাল-মুরগির দাম চড়া, অন্য সব আগের মতো প্রত্যেক খুনের বিচার হতে হবে: জামায়াত আমির বাংলাদেশে সংস্কারে সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্টের সমর্থন আমি অভিনয় থেকে অবসর নিতে প্রস্তুত : রাশমিকা

‘সেলফি লীগ-ফেসবুক লীগের যন্ত্রণায় আমরা অতিষ্ঠ’

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯
  • ৬৪ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ(চট্টগ্রাম)প্রতিনিধি: আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘এখন কিছু কিছু ছাত্র, কিছু কিছু তরুণ-যুবক আছে যারা ফেসবুকে রাজনীতি করে। ছবি একটা তুলবে, সেলফি আর এটা ফেসবুকে দিয়ে দেবে। অনেকে এখন বলছে এরা সেলফি লীগ। এই সেলফি লীগ, ফেসবুক লীগের যন্ত্রণায় আমরা অতিষ্ঠ। এদের কাছ থেকে আমাদের সতর্ক থাকতে হবে।’

শনিবার দুপুরে চট্টগ্রাম মহানগর তাঁতী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নগরীর যাত্রা মোহন (জে এম) সেন হল প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

তথ্যমন্ত্রী বলেন, ‘পরপর তিনবার রাষ্ট্র ক্ষমতায় থাকার কারণে আমাদের সংগঠনে অনেক আগাছা-পরগাছা ঢুকেছে। অনেকে নানাভাবে পদ পেয়েছে। আগাছা-পরগাছা সংগঠনের সব পর্যায় থেকে দূর করতে হবে। কমিটি গঠনের সময় তাঁতী লীগের নেতাদের অনুরোধ করব, আগাছা-পরগাছা যাতে সংগঠনে পদ না পায়, সেদিকে সচেষ্ট থাকতে হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলন ২০ ও ২১ ডিসেম্বর। সম্মেলনকে সামনে রেখে আমরা দলকে পরিষ্কার করার কাজে হাত দিয়েছি। অঙ্গ-সহযোগী সংগঠন, ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোকে অনুরোধ করছি, সংগঠনের ভেতর থেকে আগাছা-পরগাছা দূর করতে হবে। যারা একসময় আওয়ামী লীগের বিরোধিতা করেছে, আমাদের নেতাকর্মীদের যারা নির্যাতন করেছে তাদের অনেকে পরিচয় গোপন করে সংগঠনে ঢুকে পড়েছে। তাদের চিহ্নিত করে সংগঠন থেকে বের করে দিতে হবে।’

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়ে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘আমি মঞ্চে দাঁড়িয়ে জোরে ভাষণ দিলাম। আমাকে খুশি করতে আপনারা আরও জোরে ভাই ভাই স্লোগান তুললেন। এ ধরনের রাজনীতি দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়া সম্ভব নয়। বঙ্গবন্ধুর কর্মী হতে হলে তার আদর্শকে, তার দর্শনকে ধারণ করতে হবে।’

তিনি বলেন, ‘শুধু স্লোগান আর দলীয় রাজনীতির মধ্যে যদি আমরা নিজেদের সীমাবদ্ধ করে ফেলি, তাহলে সংগঠন এগিয়ে যাবে না। বঙ্গবন্ধুর তাঁতী লীগ গঠনের যে দর্শন, সেটা ধারণ করে এগিয়ে যেতে হবে। আধুনিক বস্ত্রশিল্প নিয়ে যেমন তাঁতী লীগ কাজ করবে, তেমনি দেশীয় তাঁতশিল্প কীভাবে জনপ্রিয় করা যায়, সেটাও দেখতে হবে। আমি জানি না, দেশীয় তাঁত দিয়ে প্রস্তুতকৃত কাপড় পরিধানের চেতনা তাঁতী লীগের ক’জন নেতাকর্মী ধারণ করেন। কিন্তু চেতনা না থাকলে শুধু স্লোগান দিয়ে রাজনীতি করা যাবে না।’

নওফেল বলেন, ‘বঙ্গবন্ধুর আত্মজীবনীতে আমরা দেখেছি, তিনি কীভাবে বাংলার সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নের জন্য রাজনৈতিক সংগঠনগুলোকে পরিচালনা করেছিলেন। সেই প্রেক্ষাপট থেকেই তাঁতী লীগের সৃষ্টি।’

‘যে দর্শন নিয়ে তাঁতী লীগের সৃষ্টি, সে দর্শন নিয়েই তাঁতী লীগকে এগোতে হবে। সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে। বঙ্গবন্ধুর দর্শন যদি আমরা ধারণ না করি, শুধু স্লোগান এবং দলীয় কাজের মধ্যে নিজেদের নির্দিষ্ট করে ফেলি- তাহলে সংগঠন এগোবে না’।

বাংলা৭১নিউজ/এমএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com