বাংলা৭১নিউজ, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় দক্ষিণ বুরুজবাগান গ্রামে সেফটিক ট্যাংকে কাজ করতে গিয়ে আজ রোববার দুপুরে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ২ নির্মান নিহতরা হচ্ছে ইমন হোসেন (১৮) উপজেলার সম্বন্ধকাটি গ্রামের কুতুব উদ্দিন’র ছেলে ও বিপলব হোসেন (২৬) একই গ্রামের আ: রাজ্জাকের ছেলে। এ সময় আহত হয়েছেন আরও দুজন শ্রমিক।
আহতরা হলেন- শার্শা উপজেলার সম্বন্ধকাটি গ্রামের সোরহাবের ছেলে অলিয়ার রহমান (২৯) ও এরশাদ আলীর ছেলে রফিকুল ইসলাম (৩০)।
শার্শা থানার উপপরিদর্শক (এসআই) সমির কুমার জানান, শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের একটি বাড়িতে সেফটিক ট্যাংকে কাজ করছিলেন ইমনসহ তিন শ্রমিক। এ সময় ট্যাংকে ভেতরে নামতে গিয়ে বিষ ক্রিয়ায় তারা অজ্ঞান হয়ে পড়েন।
পরে বাড়ির মালিক তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ইমনের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়, বিপলব হোসেন। আহতদের মধ্যে দু জনকে স্থাণীয় নাভারন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস