ঢাকার সাভার উপজেলায় নিজেদের বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুজনের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার ভাকুর্তা ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত দুজন হচ্ছেন সোহেল চৌধুরী ও তাঁর শ্যালক রানা।
সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, নিজের বাড়ি তৈরি শেষে আজ দুপুরে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন গৃহকর্তা সোহেল চৌধুরী। একপর্যায়ে কোনো সাড়া শব্দ না পেয়ে দুলাভাইয়ের খোঁজ নিতে সেপটিক ট্যাংকে নামেন শ্যালক রানা। রানাও নেমে আর ফিরে না আসায় খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে।
ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।
বাংলা৭১নিউজ/এসএইচ