মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সমুদ্রপথে হজযাত্রী পাঠানোর প্রস্তাবে সৌদি সরকারের সম্মতি রাব্বী হত্যা মামলায় ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার সেপ্টেম্বরে সড়কে ঝরেছে ৪২৬ প্রাণ, ৪২ শতাংশই মোটরসাইকেলে দুর্নীতি কিছুটা কমেছে, চাঁদাবাজি তেমন একটা কমেনি হাইকোর্টে আপিল শুনানির উদ্যোগ নেওয়া হচ্ছে: অ্যাটর্নি জেনারেল নেত্রকোণায় ভেঙে গেছে বেড়িবাঁধ, ৪টি ইউনিয়নে কংসের পানি চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের ২ বিজ্ঞানী দুর্গাপূজায় স্কুল-কলেজ টানা ১১ দিন ছুটি ৮ দিনের রিমান্ডে সাবেক এমপি শিউলি আজাদ উন্নয়নে অবদানের স্বীকৃতি চায় এনজিওগুলো: দেবপ্রিয় চার্জ দ্য অ্যাফেয়ার্স আসিফ রহমানের সঙ্গে গোলাম পরওয়ারের সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত ম্যাক্রোঁর অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বানে চটেছেন নেতানিয়াহু কোটা উঠিয়ে লটারির মাধ্যমে রাজউকের প্লট বরাদ্দের প্রস্তাব গণপূর্ত উপদেষ্টার সাবেক মন্ত্রী সাবের হোসেনকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ চৌধুরী নাফিজ সরাফতের দেশত্যাগে নিষেধাজ্ঞা আমি কোনো দুর্নীতি করিনি : মাদকের ডিজি শুধু মেগা প্রজেক্ট নয়, সবুজায়ন বাড়াতে হবে : পরিবেশ উপদেষ্টা বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় ড. মুহাম্মদ ইউনূস সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

সেন্টমার্টিন দেওয়ার অঙ্গীকার করিনি

বাংলা৭১নিউজ,ঢাকা:
  • আপলোড সময় সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ২১ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের কাছে দেশের কোনো অংশ তুলে দেওয়ার অঙ্গীকার অন্তর্বর্তী সরকার করেনি বলে জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমবারের মতো গণমাধ্যমকর্মীদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সেন্টমার্টিন ও বঙ্গোপসাগর যুক্তরাষ্ট্রকে লিখে দেওয়ার কোনো অঙ্গীকার আমার সরকার বা আমি করিনি।

শেখ হাসিনা পদত্যাগ করেননি তার ছেলে জয়ের এমন বক্তব্যের বিষয়ে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা বলেন, শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং রাষ্ট্রপতি পদত্যাগপত্র গ্রহণ করেছেন। দেশে সংখ্যালঘু নির্যাতনের বিষয়েও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, আন্তর্জাতিক গণমাধ্যমে খবর ছড়িয়েছে সংখ্যালঘুদের ওপর হামলা চলছে। এটি যতটা না ধর্মীয় কারণে, তার থেকেও বেশি রাজনৈতিক কারণে।

তার মানে এই না যে আমরা রাজনৈতিক কারণেও কোনো সংঘাত প্রশ্রয় দেব। যারা ভাঙচুর করেছে তাদের শাস্তি দেওয়া হবে। ভারত ও বাংলাদেশ সরকারের মধ্যে সোনালি অধ্যায় ছিল উল্লেখ করে তিনি বলেন, দুই দেশের সরকারের মধ্যে সোনালি সম্পর্ক থাকলেও, তা সাধারণ মানুষের মধ্যে কতটা বিস্তৃত ছিল সেটি নিয়ে সন্দেহ রয়েছে। আমরা চাই ভারত আমাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে।

এ ছাড়া আন্দোলনকে কেন্দ্র করে নিহত-আহতদের পূর্ণাঙ্গ তালিকা করা হচ্ছে বলেও জানান তৌহিদ হোসেন। তাদের যথাযথ সহায়তা দেওয়া এবং আহতদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য সব হাসপাতালকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। এ সময় দেশের মানবাধিকার পরিস্থিতিকে অন্তর্বর্তী সরকার গুরুত্বের সঙ্গে নিয়েছে উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, মানবাধিকার বিষয়ে বিদেশিরা কথা বলতে পেরেছে।

কারণ, আমরা সে সুযোগ দিয়েছি। মানবাধিকার রক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আর জাতিসংঘও আমাদের জানিয়েছে, তারা যে কোনো ধরনের সহায়তা করবে। ব্রিফিংয়ে প্রবাসীদের জন্য সেবার মান বাড়ানোর ঘোষণা দেন পররাষ্ট্র উপদেষ্টা। তৌহিদ হোসেন আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে বিক্ষোভ করায় আবুধাবিতে যাদের কারাদন্ড দেওয়া হয়েছে তাদের মুক্তির বিষয়ে কাজ চলছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টা নিজে কথা বলবেন।

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com