বাংলা৭১নিউজ,ডেস্ক: সৌদি আরব সফররত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি’কে সৌদি সরকারের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ‘বাদশাহ আবদুল আজিজ মেডেল অব এক্সিলেন্স’ প্রদান করা হয়েছে।
রয়েল সৌদি সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ জেনারেল ফাইয়াদ বিন হামেদ আল-রোয়ায়লি সেনাবাহিনী প্রধানকে সেই মেডেল পরিয়ে দেন।
এ সময় সৌদি সশস্ত্র বাহিনীর ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত কর্মকর্তাবৃন্দ ও সেনাবাহিনী প্রধানের সফর সঙ্গীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সেনাবাহিনীর সাথে সৌদি সেনাবাহিনীর বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সর্ম্পকের স্বীকৃতি স্বরূপ সেনাবাহিনী প্রধানকে এই সম্মাননা প্রদান করা হয়।
বাংলা৭১নিউজ/এসএইচ