রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
৪০ লাখ শ্রমিক পাবে টিসিবির পণ্য, ১ অক্টোবর থেকে বিতরণ তারুণ্যের সামনে স্বৈরাচারের দানবীয় শক্তি খড়কুটোর মত ভেসে যায়: জিএম কাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন উপদেষ্টা আসিফ পলিথিন বর্জনের কার্যক্রম ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে আমরা আগস্ট বিপ্লবের প্রতিফলন দেখতে চাই: মেজর হাফিজ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি ফের রিমান্ডে সিডনি পালিয়েছেন অতিরিক্ত আইজিপি মীর রেজাউল আলম আমরা বিজ্ঞানভিত্তিক মুক্তচিন্তার সমাজ চাই : শারমীন মুরশিদ এস আলম গ্রুপের সব স্থাবর সম্পদের তালিকা হাইকোর্টে দাখিলের নির্দেশ সাংবাদিক বদিউল আলম আর নেই সাংবাদিক শফিক রেহমানের সাজা এক বছর স্থগিত কোনো রকম তথ্য না দিয়ে ফের পানি ছাড়ল ভারত, নিম্নাঞ্চল প্লাবিত বাংলাদেশ-ভারত টেস্টের তৃতীয় দিনও পরিত্যক্ত নাসরাল্লাহ হত্যা, নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের দাবি ইরানের সাইবার সিকিউরিটি আইন দ্রুত সংশোধন: আসিফ নজরুল ঢাকায় একদিনে ট্রাফিক আইনে ৭৩৫ মামলা, জরিমানা সাড়ে ২৯ লাখ টাকা নোয়াখালীতে গণপিটুনিতে যুবলীগ নেতার মৃত্যু জ্বালানি-এনবিআর-ব্যাংক সংস্কারে সহায়তা করবে বিশ্বব্যাংক-আইএফসি স্বৈরাচারের পতন হলেও প্রেতাত্মারা এখনো আছে: বদিউল আলম বৈরুত বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ার হ্যাক করেছে ইসরায়েল

সেচ দিতে না পারায় আলু ক্ষেত নষ্টের আশংকা, কৃষকের বাড়ছে ক্ষোভ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০১৭
  • ১৩৩ বার পড়া হয়েছে
ফাইল ছবি

বাংলা৭১নিউজ, মমিনুল ইসলাম মুন, তানোর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর তানোরে ‘বরেন্দ্র বহূমূখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) দায়িত্বহীনতা ও ঠিকাদারের অনিয়ম ও মদিনা সিড স্টোরের অবহেলায় একটি গভীর নলকুপ স্কীমের প্রায় দুশ’ বিঘা আলুখেত হুমকির মূখে পড়েছে বলে অভিযোগ উঠেছে। তানোরের মাসিন্দা মাঠে এ ঘটনা ঘটেছে। কৃষকদের অভিযোগ, ঠিকাদারের অবহেলায় গভীর নলকুপের আন্ডারগ্রাউন্ড ড্রেনে অসংখ্য ছিদ্র দেখা দেয়ায় কৃষকরা আলুখেতে সেচ দিতে পারছে না। চলতি বছরের ২২ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত এ ঘটনা বিরাজমান রয়েছে। স্কীমের আলুচাষি কৃষকরা একাধিকবার বিএমডিএ কর্তৃপক্ষকে অবগত করলেও তারা এখানো বিষয়টি আমলে নেয় নি। ফলে এলাকার কৃষকদের মধ্যে চরম অসন্তোষ ও বিস্ফারণমূখ পরিস্থিতি বিরাজ করছে। কৃষকদের আক্ষেপ যদি এসব কারণে স্কীমের পুরো আলুখেত নস্ট হয় তাহলে তার দায় নিবে কে?
জানা গেছে, তানোর পৌর এলাকার সীমান্ত সংলগ্ন মাসিন্দা মাঠে জেল নম্বর ১২৮ মৌজা মাসিন্দা ও ২৮২ দাগে অবস্থিত গভীর নলকুপের স্কীমে চলতি মৌসুমে প্রায় দুশ’ বিঘা জমিতে আলু চাষ হচ্ছে। গভীর নলকুপের আন্ডারগ্রাউন্ড ড্রেন নির্মাণের জন্য বিএমডিএ কর্তৃপক্ষ ঠিকাদার নিয়োগ করেছেন। মেসার্স আমিরুল এন্টারপ্রাইজ ঠিকাদারী কার্যাদেশ পেয়েছেন। গভীর নলকুপ স্কীম এলাকায় প্রায় ৩২৮০ মিটার আন্ডারগ্রাউন্ড ড্রেন নির্মাণের জন্য প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। কৃষকদের অভিযোগ ঠিকাদার নিম্নমাণের পাইপ ব্যবহার করায় এসব ড্রেনে অসংখ্য ছিদ্র সৃষ্টি হওয়ায় আলুখেতে সেচ দেয়া যাচ্ছে না। এছাড়াও মদিনা সিড স্টোর স্কেলেটর (মেশিন) দিয়ে স্কীম এলাকায় মাটি কাটায় প্রায় ৩০ বিঘা জমিতে সেচ দেয়া যাচ্ছে না। আগামি দু’একদিনের মধ্যে সেচ দেয়া সম্ভব না হলে পুরো স্কীমের আলুখেত নস্ট হবার আশঙ্কা দেখা দিয়েছে। মাসিন্দা এলাকার কৃষক মাহাবুবুর রহমান জানান, ড্রেন ছিদ্র হওয়ার কারণে তার প্রায় ৩০ বিঘা আলুখেত ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও কৃষক বাসের আলী, সোহেল ও হাসান আলী অভিযোগ করে বলেন, মদিনা সিড স্টোর ও ঠিকাদারের অবহেলার কারণে তারা তাদের আলুখেত নিয়ে চরম দুঃচিন্তায় রয়েছেন। এমনকি বিষয়টি বিএমডিএ কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। এব্যাপারে মেসার্স আমিরুল এন্টারপ্রাইজের ম্যানেজার রুবেল অভিযোগ অশিকার করে বলেন, এসব ড্রেনে ৩০টি ছিদ্র দেখা দিয়েছে। তিনি বলেন, সময়মত এসব মেরামত করে দেয়া হবে। এব্যাপারে তানোর বিএমডিএ’র সহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম বলেন, ঠিকাদারকে বলা হয়েছে বিষয়টি দ্রুত সমাধান করার জন্য। তিনি বলেন, ড্রেন পরীক্ষামূলক অবস্থায় রয়েছে। এব্যাপারে গভীর নলকুপের অপারেটর মোবারক হোসেন বলেন, ড্রেন ছিদ্র থাকার কারণে সেচ দেয়া সম্ভব হচ্ছে না। তিনি বলেন, একাধিকবার বিএমডিএ এবং ঠিকাদারকে বলা হলেও তারা বিষয়টি আমলে নিচ্ছে না। তিনি বলেন, আগামী দু’একদিনের মধ্যে সেচ দেয়া সম্ভব না হলে স্কীমের পুরো আলুখেত নস্ট হবার আশংকা রয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com