সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার সূচকের উত্থানে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চলছে।
ডিএসই ও সিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।
এদিন ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্সের লেনদেন শুরু হয় ৭ হাজার ৯৭ পয়েন্ট থেকে। বেলা ১১টা পর্যন্ত লেনদেনে ডিএসইএক্স সূচক ৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৭ হাজার ১৭৩ পয়েন্টে। এ ছাড়া ডিএসই শরিয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৫৩৬ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২৭০৫ পয়েন্টে।
এ পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩০৫টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ২৭টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৩৭টির।
অপরদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ২০৯ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৯১৭ পয়েন্টে অবস্থান করছে।
বাংলা৭১নিউজ/এসএইচ