বাংলা৭১নিউজ, মংলা প্রতিনিধি : রাজস্ব ফাকি দেয়ার অভিযোগে সুন্দরবনের মরাপশুর থেকে বিপুল পরিমান কাকড়াসহ ৭৫ জেলেকে আটক করেছে বনবিভাগ।
বন আইন অমান্য করে কাকড়া বহনের সময় বৃহস্পতিবার গভীর রাতে ও ভোরে দু’দফায় অভিযান চালিয়ে দুটি ইঞ্চিন চালিত ট্রলার থেকে বিপুল পরিমান কাকড়া সহ জেলেদের আটক করা হয়।
সুন্দরবনের স্মাট পেট্রোলিং ট্রিমের কর্মকর্তা মিজানুর রহমান জানান,বন আইনে জব্দ কৃত কাকড়া ও আটককৃত জেদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস