বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরের আলোরকোল এলাকার রূপার গাং থেকে উদ্ধার হওয়া মৃত রয়েল বেঙ্গল টাইগারের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে শরণখোলা রেঞ্জ অফিসের সামনে পুরুষ বাঘটির ময়নাতদন্ত করেন শরণখোলা উপজেলা প্রাণী কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন। তিনি জানান, ঢাকার ফরেনসিক ল্যাব থেকে ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর বাঘটির মৃত্যুর আসল কারণ জানা সম্ভব হবে।
এর আগে শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে টহল দেওয়ার সময় রূপার গাং চরে বাঘটি মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন সুন্দরবনের স্মার্ট পেট্রোলিং টিমের সদস্যরা।
বাঘটির দৈর্ঘ্য ৯ ফুট, প্রস্থ ৪ ফুট ৩ ইঞ্চি ও উচ্চতা ৩ ফুট ২ ইঞ্চি। বয়স আনুমানিক ১৬ থেকে ১৭ বছর। এনিয়ে সুন্দরবন থেকে গত তিন বছরে তিনটি মৃত বাঘ উদ্ধার করলো বনবিভাগ।
উদ্ধারের পর দেখা যায়, বাঘটির গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই। দাঁত-নখ ও চামড়াসহ সব অঙ্গপ্রতঙ্গ ঠিক আছে। পরে রাতেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ময়নাতদন্ত করতে মৃত বাঘটি শরণখোলা রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়।
শরণখোলা উপজেলা প্রাণী কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন বলেন, বাঘটির বয়স ১৬ থেকে ১৭ বছর হবে। আমরা স্যাম্পল কালেকশন করেছি। ওই স্যাম্পল ঢাকায় ফরেন্সিক ল্যাবে পাঠানো হবে। প্রতিবেদন আসার পর বাঘটির মৃত্যুর কারণ বলা সম্ভব হবে।
শরণখোলার সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শামসুল আরেফিন বলেন, ময়নাতদন্ত শেষে বাঘটিকে মাটিচাপা দিয়ে রাখা হয়েছে।
বাংলা৭১নিউজ/পিকে