শনিবার (৫ মার্চ) সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা যুবলীগের রমিজ বিপণীর কার্যালয় হতে মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক ও সুনামগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল বলেন, দেশ যেখানে জাতির পিতার কন্যা শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির সুন্দর পরিবেশ বিরাজ করছে। বড় বড় মেগা প্রকল্পসহ সারা দেশে উন্নয়নের জোয়ার বইছে।
তিনি আরও বলেন, ঠিক এমনি সময় বিএনপি-জামায়াত চক্র দেশবিরোধী ষড়যন্ত্রসহ নানা অপরাধ তৎপরতা শুরু করেছে। লন্ডনে বসে তারেক রহমান দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টাও করছে। কিন্তু যুবলীগের একটি সদস্যও বেঁচে থাকা অবস্থাতে সে স্বপ্ন বাস্তবায়নের কোনো সুযোগ নেই। যুবলীগ রাজপথে ছিল, আছে এবং থাকবে।
সমাবেশে সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক ও সুনামগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম বজলু, সবুজ কান্তি দাস, সিতেষ তালুকদার, অ্যাডভোকেট আজাদুল ইসলাম রতন, সুনামগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল হোসেন, ফয়সল আহমদ, এনাম আহমদ, কাওসার তালুকদার, বকুল তালুকদার, জোতি বাবু,তৈয়বুর রহমান, হেলাল আহমদ, হাসানুজ্জামান ইস্পাহানি, সৈয়দ ইমন, জেবুল মিয়া হারুনুর রশিদ রিপন প্রমুখ।