রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গণঅভ্যুত্থানে আহত-নিহতদের তালিকা প্রকাশসহ ৯ দাবি শেখ পরিবারের ছয় সদস্যসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ‘দেশের ৬ কোটি শ্রমিকের আইনি সুরক্ষা ও মজুরির মানদণ্ড নেই’ পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবে যে ব্যাখ্যা দিলেন ভারতীয় হাইকমিশনার মণিপুরে আসাম রাইফেলসের ক্যাম্পে হামলা উত্তেজিত জনতার রেমিট্যান্স আহরণে ‘গোল্ড অ্যাওয়ার্ড’ পেলো ইসলামী ব্যাংক মির্জা ফখরুলের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ নতুন করে ভ্যাট আরোপ হবে সরকারের নির্দয় সিদ্ধান্ত : জিএম কাদের মোবাইল-ইন্টারনেট সেবায় ভ্যাট প্রত্যাহার না করলে এনবিআর ঘেরাও রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করল আরব আমিরাত এবার মহাশূন্যে বাঁধ দিয়ে বিদ্যুৎ প্রকল্প বানাবে চীন! ভারতীয় হাইকমিশনারকে তলব সাধারণ নির্বাচনকে ‘সর্বশ্রেষ্ঠ ও ঐতিহাসিক’ করতে চায় সরকার টানা দ্বিতীয় ম্যাচে জাকিরের ঝড়, সিলেটের চ্যালেঞ্জিং পুঁজি কাউন্সিল নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে বিএনপি নেতা নিহত বগুড়া বিমানবন্দর চালুর উদ্যোগ নেওয়া হয়েছে হেনরীর জমি, ফ্ল্যাটসহ স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেশে এইচএমপি ভাইরাস শনাক্ত ২৬ ফুট লম্বা স্যান্ডেল, গিনেসে নাম উঠছে সানিয়ার দীর্ঘমেয়াদী ও বড় ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

সীমান্তে হত্যা ভারতের কথিত অংশীদারত্বের শত্রুতার নির্মম প্রমাণ

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপলোড সময় রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ২০ বার পড়া হয়েছে

সীমান্তে বাংলাদেশিদের নৃশংসভাবে হত্যার ঘটনাগুলো ভারতের কথিত অংশীদারত্বের বিপরীতে শত্রুতার নির্মম প্রমাণ বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। একই সঙ্গে সীমান্তে ‘প্রাণঘাতী অস্ত্র’ ব্যবহারের চুক্তি যথাযথভাবে মেনে চলা ও ‘সীমান্ত ব্যবস্থাপনায় সহনশীল’ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

পঞ্চগড় সীমান্তে আনোয়ার হোসেন নামে একজন বাংলাদেশিকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শনিবার (৭ ডিসেম্বর) রাত ১০টার দিকে নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে দেওয়া এক পোস্টে এ কথা উল্লেখ করেছেন।

পোস্টে নাহিদ ইসলাম লিখেছেন, আমরা পঞ্চগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আরও এক বাংলাদেশি নাগরিক মো. আনোয়ার হোসেনের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

‘এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বারবার নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের হত্যার ঘটনায় অভিযুক্ত হয়েছে, যা বেঁচে থাকার অধিকার ও সীমান্ত সুরক্ষায় ন্যায্যতার নীতিমালা সংক্রান্ত আন্তর্জাতিক সনদের স্পষ্ট লঙ্ঘন।’

আইন ও সালিস কেন্দ্রের (আসক) এক প্রতিবেদনের তথ্য তুলে ধরে নাহিদ ইসলাম লেখেন, ২০০৯ থেকে ২০২০ সালের মধ্যে বিএসএফ ৫২২ বাংলাদেশিকে হত্যা করেছে। এরমধ্যে ৩২৪ জন গুলিতে নিহত এবং বাকিরা নির্যাতনের মাধ্যমে প্রাণ হারিয়েছেন। অন্যদিকে, হিউম্যান রাইটস ওয়াচের ২০১০ সালের ‘ট্রিগার হ্যাপি’ প্রতিবেদনে দেখা যায়, ২০০৬ থেকে ২০১০ সালের মধ্যে বিএসএফেরর গুলিতে ৩৪৭ বাংলাদেশি এবং ১৬৪ ভারতীয় নিহত হয়েছেন।

‘দুঃখজনকভাবে এ হত্যাকাণ্ড এখনো অব্যাহত রয়েছে। ২০২৩ সালে ৩৪ জন, ২০২২ সালে ২৩ জন এবং ২০২১ সালে ১৮ জন নিহত হয়েছেন। এ মৃত্যুগুলোর স্বপক্ষে প্রায়শই চোরাচালান প্রতিরোধ বা আত্মরক্ষার মতো অসাড় যুক্তি উপস্থাপন করা হয়, যা ২০১৮ সালের চুক্তির সরাসরি লঙ্ঘন। চুক্তিতে ভারত ও বাংলাদেশ সীমান্ত ব্যবস্থাপনায় প্রাণঘাতী শক্তি ব্যবহার না করার অঙ্গীকার করা হয়েছিল।’

সীমান্তের এমন ধারাবাহিক হত্যাকাণ্ড বন্ধুত্ব নয়, শত্রুতার প্রকাশ ঘটায় মন্তব্য করে নাহিদ ইসলাম লেখেন, এমন নির্মম বাস্তবতা দুই দেশের মধ্যে বন্ধুত্বের দাবিকে প্রশ্নবিদ্ধ করে। বিশেষ করে গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের শাসনামলে সীমান্তে ৩০০ জনেরও বেশি বাংলাদেশি নিহত হয়েছেন, যা কথিত অংশীদারত্বের বিপরীতে শত্রুতার এক নির্মম প্রমাণ।

সীমান্তে হত্যা বন্ধে ভারত সরকারকে জরুরি পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা লেখেন, ভারত সরকারকে অবশ্যই জরুরি পদক্ষেপ নিতে হবে, যাতে তাদের সীমান্তরক্ষী বাহিনী আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড মেনে চলেন। জীবনের অধিকার রক্ষা, ন্যায্যতা এবং মানবিক আচরণের প্রতি সম্মান নিশ্চিত করাই সব ধরনের সীমান্ত কার্যক্রমের ভিত্তি হওয়া উচিত। প্রকৃত বন্ধুত্ব কেবল পারস্পরিক সম্মান, সমতা ও সম্প্রীতির ভিত্তিতেই গড়ে উঠতে পারে।

শুক্রবার (৬ ডিসেম্বর) ভোরে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধীন পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়া ও ভারতের শিংপাড়া সীমান্তের মেইন পিলার ৭৫১ এর ৮ ও ৯ নম্বর সাব পিলারের মাঝামাঝি এলাকায় গুলিতে নিহত হন আনোয়ার হোসেন। পরে বিএসএফ তার মরদেহ নিয়ে যায়। নিহত আনোয়ার তেতুঁলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের দেবনগর এলাকার রফিকুল ইসলামের ছেলে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com