বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৬:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাবেক রেলমন্ত্রী মুজিবুলসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ এবার কারও পক্ষ নিয়ে কাজ করলে অসুবিধা হবে : কর্মকর্তাদের সিইসি অল্প কিছুদিনের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল ইসলামী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরি শেখ হাসিনার দুর্নীতি খুঁজে বের করতে টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত ডিএমপির ১২ ডিসিকে বদলি ‘বৃহত্তর ইসরাইলের’ মানচিত্র প্রকাশ, আরব দেশগুলোর কড়া প্রতিবাদ বিমানবন্দরে রক্তাক্ত সেই প্রবাসীকে জরিমানা, হতে পারে জেলও ৩০ জুনের আগেই মহার্ঘভাতা ঘোষণা মানিকগঞ্জে ডিসির রুমের সামনে শিক্ষার্থীদের অবস্থান দাবি মানার আল্টিমেটাম দিয়ে ‌‌শাহবাগ ছাড়লেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা শরীয়তপুরে থানা থেকে ওসির মরদেহ উদ্ধার নিক্সন ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩ হাজার ১৬২ কোটি টাকা লেনদেন শহীদ মিনারের পর শাহবাগ অবরোধ বিডিআর সদস্যের স্বজনদের জেনেভা ক্যাম্পের আলোচিত সন্ত্রাসী চুয়া সেলিম গ্রেপ্তার মা‌র্কি‌নিদের হয়ে ঢাকায় বিশেষ দা‌য়িত্ব সামলাবেন ট্র্যাসি জ্যাকবসন বিসিএসে বাদ পড়া ২২৭ জনের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন রাশিয়ায় বিমানবাহিনীর তেলের ডিপোয় ইউক্রেনের হামলা হাইভোল্টেজ ম্যাচে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

সিলেট-৫ নির্বাচন বয়কটের ২৪ ঘণ্টা পর ‘পরিবেশ সুষ্ঠু’ বললেন জাপা প্রার্থী

সিলেট প্রতিনিধি:
  • আপলোড সময় বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ২০ বার পড়া হয়েছে

ভোটের সুষ্ঠু পরিবেশ নেই উল্লেখ করে নির্বাচন বয়কট করার ২৪ ঘণ্টার মাথায় সে বক্তব্য প্রত্যাহার করেছেন সিলেট-৫ আসনের জাতীয় পার্টির প্রার্থী সাব্বির আহমদ। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেল ৪টায় সিলেট জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে আগের বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চান তিনি।

বুধবার (৩ জানুয়ারি) সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে বয়কটের ঘোষণা দেন তিনি। সাব্বির আহমদ জকিগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান। তিনি জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও সিলেট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক।

লিখিত বক্তব্যে সাব্বির বলেন, বুধবার একটি কুচক্রী মহলের প্ররোচনায় কিছু ভিত্তিহীন অভিযোগ করেছিলাম। সেগুলো আমি প্রত্যাহার করে নিচ্ছি এবং কথাগুলোর জন্য ক্ষমা চাচ্ছি। আসলে সিলেট-৫ আসনে অত্যন্ত শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটের পরিবেশ বিরাজ করছে। ৭ জানুয়ারি ভোটাররা নিশ্চয় নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দমতো প্রার্থীকে বিজয়ী করবেন।

লিখিত বক্তব্য সাব্বির আরও বলেন, ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে সরকারি বিভিন্ন সংস্থা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মূলত আমার দল জাতীয় পার্টি কেন্দ্র থেকে আমাকে সহযোগিতা না করায় এবং আমি শারীরিকভাবে খানিকটা অসুস্থ থাকায় নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।

এর আগে নির্বাচন বয়কটের ঘোষণা দিয়ে সাব্বির আহমদ বলেছিলেন, ‘সরকার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিল। সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার সিলেটে এসেও একই কথা বলেছিলেন। কিন্তু আমরা মাঠে সেরকম কোনো পরিবেশ পাচ্ছি না। তাই নির্বাচন করা খুবই কঠিন।’

তিনি আরও বলেছিলেন, ‘গত ৩০ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার সিলেট সার্কিট হাউজে সব প্রার্থীদের সঙ্গে বৈঠক করেছেন। সে সময় আমরা বিভিন্ন অভিযোগ দিয়েছি। তিনি বিষয়টি নোট করেছেন। এ অভিযোগ দেওয়ার নির্বাচনের পরিবেশ আরও খারাপ হয়েছে। এ পরিস্থিতিতে নির্বাচন করার কোনো পরিবেশ নেই। তাই নির্বাচন বয়কট করেছি।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com