মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশের উত্তর-পূর্বের সিলেট অঞ্চল, যা অনুভূত হয়েছে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে।
যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় শুক্রবার সকাল ১০টা ৪৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫।
ভূমিকম্পের উপকেন্দ্র ছিল সিলেট শহর থেকে ২৩.৮ কিলোমটার দক্ষিণ-পূর্বে, মৌলভীবাজার থেকে ৪০ কিলোমিটার উত্তরপূর্বে, ভারতের আসামের করিমগঞ্জ থেকে ৩৪.৩ কিলোমিটার পশ্চিম দক্ষিণ-পশ্চিমে।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ মিজানুর রহমান জানান, সিলেটের গোলাপগঞ্জ এলাকার কাছাকাছি এ ভূমিকম্পের উৎপত্তি হয়।
ফায়ারসার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
বাংলা৭১নিউজ/এসএইচ