রবিবার, ১৬ জুন ২০২৪, ০৬:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কোরবানির পশুর গাড়ি আটকে চাঁদাবাজি : ৫ পুলিশ সদস্য বরখাস্ত আড়াই লাখ মানুষকে ফিরিয়ে দিলো সৌদি আরব ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানজট এখনো কমেনি রাঙ্গামাটিতে ব্জ্রপাতে নিহত ৪ টাঙ্গাইলে জোড়া খুন; জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন সরে গেছে মিয়ানমারের যুদ্ধজাহাজ, বিস্ফোরণের শব্দও আসছে না যেকোনও সময় পড়ে যেতে পারে মোদি সরকার: খাড়গে নৌপথে নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ পয়েন্টে কোস্টগার্ডের টহল তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত, ডুবে গেছে ফসলি জমি শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৮৭৬তম সভা অনুষ্ঠিত ডরিনের পাশে যারা ছিলেন তাদের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়নে ১৩ নির্দেশনা সিলেটে ১৩ ট্রাক ভারতীয় চিনি জব্দ মালয়েশিয়ায় অ্যাথলেটিক্সে বাংলাদেশের সোনা জয় পদ্মা সেতুতে একদিনে পৌনে ৫ কোটি টাকার টোল আদায় বাংলাদেশ থেকে জনশক্তি নিতে আজারবাইজানের প্রতি আহ্বান ঈদ উপলক্ষ্যে ৮ হাজার আউটলেটে জিপি স্টারদের জন্য বিশেষ সুবিধা হাট ঘুরে ক্রেতা বিক্রেতাদের খোঁজ-খবর নিলেন মেয়র হজের খুতবায় ফিলিস্তিনিদের জন্য বিশেষ দোয়ার আহ্বান প্রাণিসম্পদ মন্ত্রীর বাসার লিফটে কর্মকর্তাকে মারধর

সিলেটে সাংবাদিকদের সাথে জমিয়তের উলামায়ের মতবিনিময়

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৮৮ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, শেখ আব্দুল মজিদ, সিলেট প্রতিনিধি: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সিলেট বিভাগীয় কর্মী সম্মেলন আগামী ২৪ ফেব্রুয়ারী শনিবার বেলা ১১টায় সিলেট সরকারী আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে। কর্মী সম্মেলন সফল করতে আজ বৃহস্পতিবার দুপুরে নগরীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় লিখিত বক্তব্য পাঠ করেন জমিয়তের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব ও সম্মেলন বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী। লিখিত বক্তব্যে মাওলানা শাহীনূর পাশা চৌধুরী বলেন, “জমিয়তের দাওয়াত, জমিয়তের পয়গাম, আল্লাহর জমিনে, আল্লাহর নেজাম” প্রতিষ্ঠা করাই জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মুখ্য উদ্দেশ্যে।
তিনি বলেন, সিলেট বিভাগের প্রতিটি উপজেলা এমনকি প্রতিটি গ্রামে গ্রামে জমিয়তের দাওয়াত পৌছে দিতে তৃণমূল পর্যায়ে জমিয়তের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার উদ্দেশ্যেই সিলেট বিভাগীয় কর্মী সম্মেলনে অনুষ্ঠিত হবে। সম্মেলন সফলে ইতিমধ্যে সিলেট বিভাগের ৩৯টি উপজেলায় দাওয়াতি সফর শেষ হয়েছে এবং নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপন করা হয়েছে দৃষ্টিনন্দন তোরণ ও জেলার বিভিন্ন স্থানে সাঁটানো হয়েছে পোস্টার, ফেস্টুন ও ব্যানার।
শাহীনূর পাশা চৌধুরী বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন অত্যাসন্ন। বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ প্রথম সারিতে রয়েছে। নিকট অতীতে উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে জমিয়ত মনোনীত প্রার্থীরা খেজুর গাছ প্রতীক নিয়ে ভোট যুদ্ধে লড়েছেন এবং বিজয়ী হয়েছেন অনেকে। তাই আগামী সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ১৯টি আসনে জমিয়ত সংসদ সদস্য প্রার্থী ঘোষণা করবে এবং সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনেও মেয়র প্রার্থী দেয়া হবে।
তিনি সিলেট বিভাগীয় সমন্বয় কমিটির আয়োজিত জমিয়তের কর্মী সম্মেলন সফল করতে প্রশাসনের সহযোগিতা, জাতির বিবেক সাংবাদিকদের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন। তিনি আরো জানান, কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মুহতরাম সভাপতি আল্লামা শায়খ আব্দুল মোমিন।
প্রধান বক্তার বক্তব্য রাখবেন সংগঠনের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী। সম্মেলন উদ্বোধন করবেন বিভাগীয় সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী ও জমিয়তের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি আল্লামা হাফিজ তাফাজ্জুল হক। সভাপতিত্ব করবেন সিলেট জেলা জমিয়তের সভাপতি ও বিভাগীয় সমন্বয় কমিটির আহবায়ক মাওলানা শায়খ জিয়া উদ্দিন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সভাপতি ও বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য সচিব মাওলানা আব্দুল বছীর, সিলেট মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমান, সাধারণ সম্পাদক হাফিজ ফখরুযযামান, জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান, যুগ্ম সম্পাদক মাওলানা আসরারুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, সহ সম্পাদক মাওলানা নুর আহমদ কাসেমী, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, ছাত্র জমিয়ত বাংলাদেশের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান, জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আলী, মাওলানা রুহুল আমীন নগরী, প্রবাসী জমিয়ত নেতা মাওলানা বিলাল উদ্দিন, মহানগর জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা সদরুল আমীন, প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, আতিকুর রহমান নগরী, কবির আহমদ খান, মহানগর ছাত্র জমিয়তের সভাপতি মোঃ লুৎফুর রহমান, সহ সভাপতি আবুল খয়ের, আমদুল হক উমামা, হাফিজ সুহাইল আহমদ প্রমুখ।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com