বাংলা৭১নিউজ, সিলেট অফিস: সিলেটে যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়। সোমবার (২৬ মার্চ) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির কর্মসূচী শুরু হয়। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ফুল দিয়ে শ্রদ্ধা নিবেন করেন সকল শ্রেণী পেশার মানুষ।
স্বাধীনতা দিবসে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেন করে সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগসহ আওয়ামীলীগের অঙ্গসংগঠন। এদিকে ১০ থেকে ১১টার মধ্যে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসবকদল, ছাত্রলদ, জাসাস, সহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। স্বাধীনতা দিবস উদযাপন করেছে সিলেটের সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেন করেন।
বাংলা৭১নিউজ/জেএস