সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগং এলাকায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
বুধবার (১৭ মে) দুপুর ১২টায় সিলেটের জৈন্তাপুর উপজেলার কাটাগং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জৈন্তাপুর উপজেলার হেলিরাই (লুৎমাইল) গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে নুরুল ইসলাম (৪৫), একই গ্রামের মৃত ইউছুফ মিয়ার ছেলে ছায়াদ আহমদ (৩৫)।
আহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন পিকআপচালক উপজেলার তেলিজুরী গ্রামের রায়হান আহমদ (৪০)।
পুলিশ জানায়, কাটাগং এলাকায় গরুবোঝাই পিকআপের সঙ্গে সিলেটমুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জমিতে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হন আরও তিনজন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়াল বলেন, হতাহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাপাতালে পাঠানো হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ