বাংলা৭১নিউজ,সিলেট অফিস: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে রোববার সকাল ১১ টায় উদ্বোধন হয়েছে দ্বিতীয় সিলেট চলচ্চিত্র উৎসবের। স্বাধীনধারার চলচ্চিত্র নির্মাণকে উৎসাহ প্রদানে গতবছর থেকে যাত্রা শুরু হয় সিলেট চলচ্চিত্র উৎসবের।সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র প্রাঙ্গনে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড মৃত্যুঞ্জয় কুন্ডু, প্রফেসর ড নির্মল চন্দ্র রায়, প্রফেসর ড জীবণ কৃষ্ণ সাহা, অন্যান্য শিক্ষকবৃন্দ, উৎসবে আগত নবীন চলচ্চিত্র নির্মাতারা ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-শিক্ষার্থীবৃন্দ।অতিথিবৃন্দ আয়োজকদের সাধুবাদ জানিয়ে বক্তব্যে বলেন, সিলেট চলচ্চিত্র উৎসবের যাত্রা শুরু হওয়ার পরে স্বল্পসময়ে আন্তর্জাতিক অঙ্গনে খুব ভাল সাড়া জাগিয়েছে।স্বাধীনধারার চলচ্চিত্র নির্মাতাদের জন্য অচিরেই এই উৎসব ভাল প্ল্যাটফর্ম হয়ে দাঁড়াবে।
উৎসব চলবে ২১ মার্চ পর্যন্ত মোট চারদিন। এবারের আসরে ১২২ টি দেশ থেকে ২৮০৮ টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা পড়েছে। এরমধ্যে বাছাইকৃত ৯৭ টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। এছাড়াও প্রদর্শিত হবে ৫ টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। প্রতিদিন সকাল ১১ টা থেকে সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত উৎসব প্রাঙ্গনে চলচ্চিত্র প্রদর্শিত হবে। এবারের উৎসবে জুরি হিসেবে রয়েছেন চলচ্চিত্র নির্মাতা আশরাফ শিশির, চলচ্চিত্র নির্মাতা মুক্তাদির ইবনে সালাম, অভিনেতা মনোজ কুমার।
উৎসবের উপদেষ্টা হিসেবে প্রথম আসরের মত এবারও আছেন উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্র উৎসব পরামর্শকারী প্রেমেন্দ্র মজুমদার। উদ্বোধনী দিনে বিকাল ৫ টায় প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্র নির্মাতা মোর্শেদুল ইসলামের চলচ্চিত্র ‘আঁখি ও তার বন্ধুরা’। উৎসবে এসে চলচ্চিত্র উপভোগ করে স্বাধীনধারার চলচ্চিত্র নির্মাতাদের উৎসাহ প্রদানের জন্য আমন্ত্রণ জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ।
বাংলা৭১নিউজ/জেএস