শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মেঘনায় দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ৩ এ কে আজাদ শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হবিগঞ্জে বাস চাপায় তিন নারী শ্রমিক নিহত ‘গণমানুষের ক্যান্সার হাসপাতাল’ তৈরিতে তহবিল সংগ্রহ শুরু যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তি বাস্তবায়নে ‘কাছাকাছি অবস্থানে’ হামাস-ইসরাইল বৃটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে পলাতক আ.লীগ নেতা আনোয়ারুজ্জামানের সাক্ষাৎ আ.লীগের নিবন্ধন থাকবে কিনা ‘সময় বলে দেবে’: সিইসি ক্যাম্প থেকে পালিয়ে আসা ৭ রোহিঙ্গা ফেনীতে আটক কিছুটা নিয়ন্ত্রণে পাঁচদিন ধরে চলা লস অ্যাঞ্জেলেসের দাবানল পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজার তদারকি করছে ৫ টিম সুশাসন প্রতিষ্ঠা হওয়ায় টাকা পাচার বন্ধ হয়েছে : গভর্নর হামলাকারীদের কড়া হুঁশিয়ারি দিলেন সংস্কৃতি উপদেষ্টা চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে দুটি নতুন ট্রেন লোহিত সাগরে হুথিদের হামলায় পিছু হটলো মার্কিন যুদ্ধজাহাজ অন্তর্বর্তীকালীন দা‌য়িত্ব পালনে ঢাকায় ট্র্যাসি জ্যাকবসন শ্রম আইনে পরিচালনার নির্দেশ প্রধান উপদেষ্টার কমিটি নিয়ে দ্বন্দ্ব, বৈষম্যবিরোধী ছাত্রদের দু’পক্ষের হাতাহাতি পরিবেশ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে মায়ের জন্য বাসায় রান্না করা খাবার নিয়ে গেলেন তারেক রহমান বাংলাদেশকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

সিরিজ জিততে বাংলাদেশের চাই ১৭৫ রান

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ২১ বার পড়া হয়েছে

পাওয়ার প্লেতে দারুণ বোলিং করে বাংলাদেশ। এরপর মাঝের ওভারগুলোতে তাসকিন-মোস্তাফিজদের নাভিশ্বাস তুলে দেন শ্রীলঙ্কার কুশল মেন্ডিস। ফিফটির তুলে নেওয়ার পাশাপাশি তাণ্ডব চালান বাংলাদেশের বোলারদের ওপর।

Google news

কুশলের ক্যারিয়ার সেরা ইনিংস ও বাকিদের ছোটখাটো ঝড়ো ইনিংসে সিরিজ নির্ধারণী শেষ টি-টোয়েন্টিতে চ্যালেঞ্জিং স্কোর গড়েছে শ্রীলঙ্কা। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৪ রান তুলেছে তারা। জিততে হলে বাংলাদেশেকে করতে হবে ১৭৫ রান।

কুশল ঝড় থামালেন তাসকিন

শর্ট বলে কুশল মেন্ডিসের দুর্বলতা বোধহয় ধরতে পেরেছিলেন তাসকিন আহমেদ। ১৭তম ওভারে বোলিং করতে এসে আরেকটি শর্ট বল করলেন তাসকিন। আগেই ফাঁদ পেতে রেখেছিলেন নাজমুল হোসেন শান্ত। তাতে পা দিয়ে উড়িয়ে মারতে গিয়ে শর্ট মিড উইকেটে ধরা খেয়েছেন কুশল। তাতে শেষ হয়েছে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস।

কুশল ঝড়ে লণ্ডভণ্ড বাংলাদেশের বোলিং

দুই উইকেট হারানোর পরও বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলছে শ্রীলঙ্কা।এক প্রান্ত আগলে ব্যাট হাতে ঝড় তুলে যাচ্ছেন কুশল মেন্ডিস। তাকে সঙ্গ দিচ্ছেন অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। তাতে এলোমেলো রান দিচ্ছেন বাংলাদেশের বোলাররা। এর মধ্যেই এক ওভারে ১৮ রান দিয়েছেন মোস্তাফিজুর রহমান। মোমেন্টামটা আনার চেষ্টা করছেন কুশল। ফিফটি করে অপরাজিত আছেন এই ব্যাটার। ৩৮ বলে তার রান ৬১।

রিশাদের বলে ছক্কা মারতে গিয়ে অক্কা পেলেন কামিন্দু

রিশাদ বোলিংয়ে আসার প্রথম ওভারের দ্বিতীয় বলেই বিশাল এক ছক্কা হাঁকান কুশল মেন্ডিস।এক বল পরই সতীর্থকে দেখে ছক্কা হাঁকাতে গিয়ে ভুল করে বসলেন কামিন্দু মেন্ডিস। লেংথ কমিয়ে এনেছিলেন রিশাদ, বেরিয়ে যাচ্ছিল বল। সামনে এসে তুলে মারলেও তাতে নিয়ন্ত্রণ ছিল না কামিন্দুর। লং অফে শরীফুল ভুল করেননি। ২৭ বলে ৩৪ রানেই থেমেছে এবার দুই মেন্ডিসের জুটি।

তাসকিনে ফিরলেন ধনঞ্জয়া, বাংলাদেশের দারুণ শুরু

টস জিতে বোলিং করতে নেমে দারুণ শুরু করেছে বাংলাদেশ। দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের দারুণ বোলিংয়ে পাওয়ার প্লেতে শ্রীলঙ্কাকে আটকে রেখেছে বাংলাদেশ।

যে সময় শ্রীলঙ্কা একটু মোমেন্টাম পাচ্ছিল, তখনোই আঘাত করলেন তাসকিন। যেভাবে ঘুরিয়ে খেলতে চেয়েছিলেন, লেংথ ঠিক সেখানে ছিল না। মিডউইকেটে ক্যাচ দিয়ে ১২ বলে ৮ রান করেই থামলেন এ ম্যাচ দিয়ে ফেরা ধনঞ্জয়া। আবারও শুরুতেই উইকেট হারাল শ্রীলঙ্কা। 

বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন ও জাকের আলী। 

শ্রীলঙ্কা একাদশ 
ধনাঞ্জয়া ডি সিলভা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিত আসালাঙ্কা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথুস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), মহীশ তিকশানা, বিনুরা ফার্নান্ডো, নুয়ান তুশারা।

টস
সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বেলা ৩টায় শুরু হবে ম্যাচটি।

ইতিহাসের হাতছানি
বাংলাদেশের সামনে আজ ইতিহাসের হাতছানি। শ্রীলঙ্কার বিপক্ষে বিশ ওভারের ম্যাচে এখনো কোনো সিরিজ জয়ের রেকর্ড নেই বাংলাদেশের। আজ বাংলাদেশের সামনে সেই সুযোগ। আর বাংলাদেশ যদি এই সুযোগ কাজে লাগাতে পারে, তাহলে গড়বে ইতিহাস।

পরিসংখ্যান যা বলে
এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ১৫টি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। তাতে বাংলাদেশের জয় মাত্র ৫টি। এবার আরও একটি জয় নিশ্চিতের পালা।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com