বাংলা৭১নিউজ, সিরাজগঞ্জ প্রতিনিধি : প্রকৌশলী খাইরুল ইসলাম আহূত ও প্রকৌশলী শহিদুল ইসলাম জীবনের সভাপতিত্বে মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত এক জরুরী সভায় সর্বসম্মতিক্রমে প্রকৌশলী শহিদুল ইসলাম জীবনকে সভাপতি, প্রকৌশলী শাহ্ আলমকে সাধারণ সম্পাদক ও প্রকৌশলী শেখ রাজু আহমেদকে সাংগঠনিক সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ঠ সিরাজগঞ্জ জেলা প্রকৌশলী ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত ওই কমিটির অন্যান্য পদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি পদে মোঃ আহসান হাবীব, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে প্রকৌশলী মোঃ মাজেদুল হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মোঃ আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক পদে প্রকৌশলী মোঃ হাসান আলী, সাংগঠনিক সম্পাদক পদে প্রকৌশলী মোঃ শেখ রুহুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে প্রকৌশলী আরিফুল ইসলাম এবং দপ্তর সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে প্রকৌশলী কাওছার আলী সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন। আগামী তিন মাসের মধ্যে ১০ সদস্যবিশিষ্ট নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ৭২ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ সিরাজগঞ্জ জেলা প্রকৌশলী ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠনপপূর্বক ঘোঘণা দেয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নবগঠিত কমিটির সভাপতি প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম জীবন ও সাধারণ সম্পাদক প্রকৌশলী শাহ্ আলম উপস্থিত ফোরামের নেতৃবৃন্দ ও সদস্যদেরর উদ্দেশ্যে বলেন,”যে গুরুদায়িত্ব আমাদের ওপর অর্পণ করলেন, আপনাদের সাথেপাশে নিয়ে অর্পিত সেই দায়িত্ব সঠিকভাবে পালনে সদা সচেষ্ট থাকবো। সেইসাথে সিরাজগঞ্জবাসীর কল্যাণে বিভিন্ন সেবামূলক কাজ করতে ও ফোরামের সার্বিক উন্নয়ণ কাজে আপনাদের সার্বিক সহযোগীতাও সর্বদা কামনা করছি।”
বাংলা৭১নিউজ/জেএস