বাংলা৭১নিউজ, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বাসচাপায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিহত হয়েছেন।
আজ সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের চারা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমিরুল ইসলাম গ্রহ (৫০)তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের চেয়ারম্যান। তিনি উপজেলা বিএনপির সহ-সভাপতি ছিলেন।
সদর থানার ওসি হেলাল উদ্দিন জানান, সকালে মোটরসাইকেল নিয়ে সিরাজগঞ্জে আসছিলেন আমিরুল। পথে চারা বটতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাস তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে আমিনুল গুরুতর আহত হন।
তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়। লাশ ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।
বাংলা৭১নিউজ/সিএইস