বাংলা৭১নিউজ, ঢাকা: রাজধানীর উত্তরায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) শাখা সম্মেলন পণ্ড করে দিয়েছে পুলিশ। সম্মেলনস্থল থেকে সিপিবির সাত নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ বলে অভিযোগ জানিয়েছে দলটি।
শুক্রবার বিকেলে দলটির উত্তরা শাখার সম্মেলনে পুলিশ বাধা দিয়ে পণ্ড করে দিয়েছে বলে সংবাদমাধ্যমে এক বিজ্ঞপ্তিতে দিয়েছে সিপিবি।
সংবাদ বিজ্ঞপ্তিতে সিপিবি জানায়, সিপিবির উত্তরা কমিটির সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন, সিপিবি নেতা শাহ আলম, চৌধুরী জোসেন, জয়নাল অবেদীন, কাউসার আহমেদ রিপন ও সালমান রাহাতকে গ্রেফতার করেছে পুলিশ।
শান্তিপূর্ণ সম্মেলনের উদ্বোধনী সমাবেশে পুলিশ বিনা উসকানিতে হামলা চালায় এবং সিপিবি নেতৃবৃন্দকে গ্রেফতার করে দক্ষিণখান থানায় নিয়ে যায়। দমন-পীড়ন করে সিপিবির গরিব-মেহনতি মানুষের মুক্তির সংগ্রামকে রুখে যাবে না বলেও বিবৃতিতে জানানো হয়।
বাংলা৭১নিউজ/আরএম