বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ইসলামী ব্যাংকের কুমিল্লা জোনের এজেন্ট ব্যাংকিং সম্মেলন জাতিসংঘের প্রতিবেদন অকাট্য দলিল হিসেবে ব্যবহার করা যাবে মোটরযান গতিসীমা থাকলেও বাস্তবায়নের অভাবে মিলছে না সুফল ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে ফেরত চায় বিএনপি বিসিএসে চূড়ান্ত নিয়োগে বাদ পড়া ঠেকাতে হচ্ছে আইন বিকাশ-এর ‘ডিজিটাল ইউনিয়ন’ কার্যক্রম শুরু আ.লীগ নিষিদ্ধ চেয়ে প্রধান উপদেষ্টার কাছে শিক্ষার্থী-গবেষকদের চিঠি নারায়ণগঞ্জে ডেভিল হান্টসহ নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৩৫ আর্জেন্টিনা থেকে এলো ৫২ হাজার টন গম র‍্যাব বিলুপ্তির বিষয়ে জাতিসংঘের সুপারিশ নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা ইসির সঙ্গে বৈঠক সংস্কার ছাড়া নির্বাচন নয়: জামায়াত বাংলাদেশে আইন প্রয়োগে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান এইচআরডব্লিউর হাসিনাসহ ৫০০ জনের বিরুদ্ধে ৮৪৮ নেতাকর্মী হত্যার অভিযোগ বিএনপির লিবিয়া থেকে ফিরলেন ১৪৫ বাংলাদেশি জাতিসংঘের সুপারিশের বিষয়ে সবাই মিলে বসে সিদ্ধান্ত বাংলাদেশে গণঅভ্যুত্থান নিয়ে জাতিসংঘের প্রতিবেদন, বিশ্বমিডিয়ায় তোলপাড় প্রধান উপদেষ্টার নেতৃত্বে ৭ সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন কীর্তনখোলায় জ্বালানি তেলের ট্রলারে বিস্ফোরণ: নিখোঁজ ২ কন্টেন্ট ক্রিয়েট কাফির বাড়ি পুড়িয়ে দেয়ার ঘটনায় মামলা বিপ্লবীরা ও আ.লীগ একসঙ্গে এ দেশে থাকতে পারে না: হাসনাত

সিএমপির সাবেক কমিশনার সাইফুল ও এসপি ইমন গ্রেফতার

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার সাইফুল ইসলাম এবং রাজশাহী সারদার পুলিশ একাডেমির পুলিশ সুপার (এসপি) তানভীর সালেহীন ইমনকে গ্রেফতার করেছে পুলিশ।

সাইফুল ইসলামকে ঢাকা থেকে গ্রেফতার করা হয় বলে জানান সিএমপির উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোহাম্মদ রইছ উদ্দিন। এছাড়া সারদা থেকে তানভীর সালেহীন ইমনকে গ্রেফতার করা হয় বলে জনান রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ক্রাইম ম্যানেজমেন্ট) সারোয়ার জাহান।

বুধবার (১২ ফেব্রুয়ারি) মোহাম্মদ রইছ উদ্দিন বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সিএমপির সাবেক কমিশনার সাইফুল ইসলামকে ঢাকার পুলিশ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা থাকায় তাকে চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে।

সিএমপির এক সূত্র জানায়, ছাত্র-জনতার আন্দোলনের সময় চট্টগ্রামে এক ছাত্র নিহত হওয়ার ঘটনায় বন্দর নগরী চট্টগ্রামের চান্দগাঁও থানায় দায়ের করা মামলায় সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

বিসিএস ২০তম ব্যাচের কর্মকর্তা হিসেবে সাইফুল ইসলাম সিএমপির ৩২তম কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ঢাকার মেট্রোরেল এমআরটি পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ক্রাইম ম্যানেজমেন্ট) সারোয়ার জাহান জানান, গতকাল মঙ্গলবার রাতে ঢাকা থেকে ডিবির একটি টিম এসে এসপি তানভীর সালেহীন ইমনকে নিয়ে গেছে।

তানভীর সালেহীন ২৮তম বিসিএস পুলিশ ক্যাডারে ২০১০ সালে যোগ দেন। তার বাবা বীর মুক্তিযোদ্ধা মো. ইকবাল করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

তানভীর সালেহীন ২০২২ সালে এসপি হিসেবে পদোন্নতি পান। এরপর তাকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) হিসেবে দায়িত্ব দেওয়া হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার (বেসিক ট্রেনিং-২) হিসেবে পদায়ন করা হয়।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com