সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আবারও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হলেন আমারাসুরিয়া প্রধান উপদেষ্টার সঙ্গে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচের সাক্ষাৎ দুহাত তুলে দোয়া চাইলেন পলক ডিজিটাল নিরাপত্তা মামলা থেকে মেজর হাফিজের অব্যাহতি আমার সঙ্গে ছবি দেখিয়ে সুপারিশ করলে পাত্তা দেবেন না: সারজিস সামরিক বাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন কিম জাকারিয়া পিন্টুর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক স্বাস্থ্য খাত সংস্কার কমিশন গঠন সৈয়দ সুলতানের নেতৃত্বে শ্রম সংস্কার কমিশনে আছেন যারা ইউক্রেন রাশিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র ছুড়লে ‘বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে’ এস আলমের শেয়ার বিক্রি, নতুন শেয়ারে ঘাটতি কমাবে ইসলামী ব্যাংক পা‌কিস্তানের ইক‌মিশনারের সেল‌ফিতে উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ আওয়ামী লীগ সরকারের পতনের বাস্তবতা মেনে নিতে ভারত ব্যর্থ বিদ্যুৎস্পৃষ্ট মাকে বাঁচাতে জড়িয়ে ধরল ছেলে, ঝরল দুই প্রাণ গাজীপুরে সড়কে আরেক কারখানার শ্রমিকেরা, সংঘর্ষ-আগুনে রণক্ষেত্র অন্তর্বর্তী সরকার যত বেশিদিন থাকবে, তত সমস্যা বাড়বে : ফখরুল স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু আর নেই শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সাড়ে ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে ফ্রেশ টিস্যু ফ্যাক্টরির আগুন

সামরিক বাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন কিম

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১০ বার পড়া হয়েছে

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন দেশটির পারমাণবিক অস্ত্র বাহিনীকে সীমা ছাড়াই পারমাণবিক সক্ষমতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি প্রতিপক্ষের সম্ভাব্য সামরিক সংঘর্ষের কথা উল্লেখ করে যুদ্ধের প্রস্তুতি চূড়ান্ত করারও আহ্বান জানিয়েছেন। 

সোমবার (১৮ নভেম্বর) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এ তথ্য জানিয়েছে। খবর তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির। 

কেসিএনএ’র প্রতিবেদনে বলা হয়, রাজধানী পিয়ংইয়ংয়ে গত শুক্রবার কোরিয়ান পিপলস আর্মির ব্যাটালিয়ন কমান্ডার ও রাজনৈতিক প্রশিক্ষকদের চতুর্থ সম্মেলনে কিম এই আহ্বান জানান। এক দশকের মধ্যে এটি প্রথম এ ধরনের সমাবেশ।

কিম যুদ্ধ প্রতিরোধের প্রচেষ্টার অংশ হিসেবে উত্তর কোরিয়াকে তার পারমাণবিক শক্তি শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি সামরিক কর্মকর্তাদের প্রস্তুতিকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, দেশটি সীমাবদ্ধতা ছাড়াই তার আত্মরক্ষার সক্ষমতা বিকাশ চালিয়ে যাবে।

তিনি দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতার সমালোচনা করেছেন। এটিকে কোরীয় উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি প্রধান হুমকি হিসেবে বর্ণনা করেছেন।

কিম বলেন, “মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ইউরোপ ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে তাদের পরিধি বিস্তৃত করছে।”

উপরন্তু, তিনি যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের বিরুদ্ধে ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালানোর জন্য একটি প্রক্সি হিসেবে ব্যবহার করার অভিযোগ এনেছেন। তিনি বলেন, “রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে প্রক্সি হিসেবে ব্যবহারে করে ওয়াশিংটনের লক্ষ্য হলো, বৈশ্বিক সামরিক প্রভাব বাড়ানো।”

তবে কিম ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন দিতে উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করার অভিযোগের বিষয়ে কিছু বলেননি। 

পেরুতে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন শীর্ষ সম্মেলনে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপানের নেতারা বৈঠক করার সময়ে কিমের মন্তব্য এলো। সম্মেলনে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপানের নেতারা রাশিয়ার সাথে উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান সামরিক সম্পর্কের নিন্দা জানিয়েছে।

দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে, উত্তর কোরিয়ার সৈন্যরা রাশিয়ার পশ্চিম কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com