সাভারের আশুলিয়ায় মুন্নী (২৪) নামের এক নারী শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, পারিবারিক কলোহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছেন ওই নারী।
শনিবার (১০ জুলাই) সকালে আশুলিয়ার কবিরপুর এলাকার একটি শ্রমিক কলোনি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত মুন্নী স্থানীয় ত্বোহা টেক্সটাইল কারখানার শ্রমিক।
স্থানীয়রা জানান, শ্রমিক পল্লীর একটি ভাড়াকক্ষে পরিবার নিয়ে বসবাস করতেন মুন্নী। শনিবার সকালে সেই কক্ষের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেন তিনি। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আরিফুল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।