শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৬:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসায়ীদের দু’পক্ষের সংঘর্ষ, যুবক নিহত নারী উদ্যোক্তাদের উন্নয়নে আর্থিক সাক্ষরতা কর্মসূচি’র আয়োজন সাত কলেজের অধিভুক্তি বাতিলে ঢাবি শিক্ষার্থীদের আলটিমেটাম ‘বিএনপি কেন চুপ্পুকে রাখতে চায় আমি কোনো যুক্তি খুঁজে পাই না’ বাহুবলে ৯০০ বস্তা ভারতীয় চিনি জব্দ জামায়াত য‌দি ভুল ক‌রে, তা তু‌লে ধর‌তে হ‌বে চাল আমদানিতে শুল্ক পুরোপুরি তুলে নিল সরকার যুক্তরাষ্ট্রে আগাম ভোট দিলেন ৬ কোটি ভোটার, হ্যারিস এগিয়ে বকেয়া না পেয়ে বাংলাদেশে অর্ধেক বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিল আদানি নিখোঁজের একদিন পর হানিফ ফ্লাইওভারে মিলল গাড়িচালকের মরদেহ ৩ নভেম্বর থেকে পলিথিন ব্যাগ উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান ভোলায় আরও ১৯টি গ্যাস কূপ খনন করা হবে: জ্বালানি উপদেষ্টা চট্টগ্রামে সুপারি রাখার গর্তে নেমে ২ ভাইয়ের মৃত্যু সর্বক্ষেত্রে নেতৃত্বে আসার জন্য তরুণরা প্রস্তুতি নিচ্ছে : নাহিদ আগামী প্রজন্মকে দূষণমুক্ত খাল-নদী দেখাতে হবে : পানিসম্পদ উপদেষ্টা সপ্তাহে ২০০ শহীদ পরিবার পাবে আর্থিক সহায়তা, জনপ্রতি ৫ লাখ সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদির ৫ দিনের রিমান্ডে হাসিনার অন্যায়ের প্রতিবাদে মন্ত্রিত্ব ছাড়তে চেয়েছিলেন জিএম কাদের এস আলমের সময়ে নিয়োগ পাওয়া ৫৮৯ জনকে চাকরিচ্যুত করলো এসআইবিএল কমিটি গঠন নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে ছাত্রলীগের হামলা-ভাঙচুর

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ১ জানুয়ারী, ২০২০
  • ৫০ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,(পটুয়াখালী)প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর পটুয়াখালীর বাসভবনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার (০১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে পটুয়াখালী শহরের শেরেবাংলা সড়কে অবস্থিত আলতাফ হোসেন চৌধুরীর বাসভবন সুরাইয়া ভিলায় এ হামলা-ভাঙচুর চালানো হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, জেলা ছাত্রলীগের সভাপতি হাসান শিকদার ও সাধারণ সম্পাদক ওমর ফারুকের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী রড, লাঠিসোটা নিয়ে বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরীর বাসভবন সুরাইয়া ভিলার প্রধান গেট ভেঙে ভেতরে ঢোকে। এরপর ওই বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় তারা।

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদ সরোয়ার কালাম বলেন, নতুন বছরের প্রথম দিনই আলতাফ হোসেন চৌধুরীর পটুয়াখালীর বাসভবন সুরাইয়া ভিলার প্রধান গেট ভেঙে ভেতরে ঢোকে ছাত্রলীগের নেতাকর্মীরা। জেলা ছাত্রলীগের সভাপতি হাসান শিকদার ও সাধারণ সম্পাদক ওমর ফারুকের নেতৃত্বে এ হামলা ও ভাঙচুর চালানো হয়।

তিনি বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা বাসভবনের ভেতরে ঢুকে চেয়ার-টেবিলসহ আসবাবপত্র এবং জানালার গ্লাস ভাঙচুর করে। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাঙচুর করে তারা।

ওয়াহিদ সরোয়ার কালাম অভিযোগ করে বলেন, বাসভবনের ভেতরে ঘণ্টাব্যাপী তাণ্ডব চালিয়ে লুটপাট করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলার সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় জড়িত ছাত্রলীগের নেতাকর্মীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাই। একই সঙ্গে ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ বিষয়ে জানতে জেলা ছাত্রলীগের সভাপতি হাসান শিকদারের মুঠোফোনে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি তিনি।

বাংলা৭১নিউজ/জেডএ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com