বাংলা৭১নিউজ, ঢাকা: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে হাইকোর্টের দেয়ার রায় এর প্রতিবাদে ২৭ জুলাই বুধবার দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে দলটি। দলীয় কার্যালয় থেকে এই কর্মসূচি ঘোষণা দেওয়ার পর রাতে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তা জোরালোভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন।
বেগম খালেদা জিয়া দলটির সাবেক সংসদ সদস্য ও সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীদের নিজ নিজ নির্বাচনী এলাকায় গিয়ে এ কর্মসূচি পালনের নিদের্শ দিয়েছেন।
সোমবার নেতাদেরকে এ নির্দেশনা দেয়া হয় বলে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয় সূত্র জানিয়েছে।
মুদ্রাপাচার মামলাকে ‘মিথ্যা’ দাবি করে এ মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেয়ার প্রতিবাদে আগামী ২৭ জুলাই ঢাকা মহানগরীসহ দেশের সব মহানগরের থানায় থানায় এবং জেলার সব উপজেলা সদরে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
বাংলা৭১নিউজ/এস