বাংলা৭১নিউজ, ঢাকা: দিল্লির তাবলিগি মুরুব্বি মাওলানা সা’দ কান্ধলভীর বিরোধীরা বৃহস্পতিবারও বিক্ষোভ করছেন। বেলা ১১টার দিকে তারা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জড়ো হচ্ছেন। এসময় তারা সা’দ বিরোধী স্লোগান দিচ্ছেন।
এর আগে তাবলিগ জামাতের আমির মাওলানা সা’দ এর বাংলাদেশে আগমন ঠেকাতে ডেমরা ও বিমানবন্দর এলাকায় বিক্ষোভ করেন তাবলিগ জামাতের একটি অংশ। এসময় তারা সড়ক অবরোধ করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। জনগণ চরম ভোগান্তিতে পড়েন।
এরমধ্যে পুলিশি প্রহরায় মাওলনা সা’দকে রাজধানীর কাকরাইল মসজিদে পৌঁছে দেয়া হয়।
‘তাবলিগ করা ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে না’ মূলত মাওলানা সা’দ এর এমন বক্তব্যের জের ধরে বিশ্ব ইজতেমা নিয়ে বিতর্ক শুরু হয়।
চলতি বছর ১২ জানুয়ারি ও ১৯ জানুয়ারি দুই দফায় তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। প্রথম দফায় ১৪ জানুয়ারি ও দ্বিতীয় দফায় ২১ জানুয়ারি আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।
ইজতেমার ‘শান্তি ও নিরাপত্তার স্বার্থে’ গত ৭ জানুয়ারি যাত্রাবাড়ীতে জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়ায় তাবলিগের শুরা সদস্য ও আলেমদের বৈঠক হয়। সেখানে এবারের ইজতেমায় মাওলানা সা’দ এর না আসার বিষয়টি সিদ্ধান্ত হয়।
তাবলিগ জামাতের আমিরের পদ থেকে মাওলানা মুহাম্মদ সা’দকে সরিয়ে দেয়া হলে বিশ্ব ইজতেমা বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় স্থানান্তরের হুমকি দিয়েছে মালয়েশিয়া তাবলিগের শুরা কর্তৃপক্ষ।
রোববার বাংলাদেশ তাবলিগ জামাতের শুরাকে লেখা এক চিঠিতে মালয়েশিয়া তাবলিগের শুরা কর্তৃপক্ষ এই হুঁশিয়ারি দিয়েছে।
বিশ্ব ইজতেমায় অংশ নিতে বুধবার বিমানে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মাওলানা সা’দ।
সা’দ এর ভিসা বাতিল ও বাংলাদেশে আসা ঠেকাতে তার (সাদ) বিরোধীরা ওইদিন বিকেল থেকে বিমানবন্দর ও ডেমরা এলাকায় বিক্ষোভ শুরু করেন। সড়ক অবরোধ করেন।
আন্দোলনের ধারাবাহিকতায় বৃহস্পতিবার ও সা’দ বিরোধীরা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেছে জড়ো হন। এসময় তারা সা’বিরোধী স্লোগান দেন। পরে এক সমাবেশ মাওলানা আব্দুল হামিদের সভাপতিত্বে শুরু হয়।
বিক্ষোভের মুখে সা’দ বিশ্ব ইজতেমায় অংশ নিবেন না বলে জানিয়েছে পুলিশ।
বাংলা৭১নিউজ/জেএস