বাংলা৭১নিউজ,আক্তারুজ্জআমান বাচ্চু, সাতক্ষীরা থেকে: সাতক্ষীরার আশাশুনি উপজেলার গাজীপুর এলাকার কলঘেষিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে তিনটি গ্রাম ও দেড় হাজার বিঘা মৎস্য ঘের প্লাবিত হয়েছে। সোমবার দুপুরে বেঁড়ি বাধটি ভেঙ্গে যায়। স্থানীয় চেয়ারম্যানের নেতৃত্বে শতাধিক এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে সেখানে বাধ সংস্কারের প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
স্থানীয়রা জানান, দুপুরে প্রবল জোয়ারের চাপে কলঘেষিয়া নদীর প্রায় এক’শ ফুট বেড়ি বাঁধ ভেঙ্গে নদীগর্ভে বিলিন হয়। এতে শ্রীউলা ইউনিয়নের গাজীপুর, কাকড়াবুনিয়া ও বলাডাঙ্গা গ্রামের নিম্নাঞ্চলসহ দেড় হাজার বিঘা মৎস্য ঘের ও ফসলি জমি প্লাবিত হয়।
শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা শাকিল ঘটনাস্থল থেকে জানান, সেখানে এলাকাবাসীদের নিয়ে বেড়িবাঁধটি সংস্কারের প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বাঁধটি সংস্কার করা না গেলে পরবর্তী জোয়ারে আরো বিস্তীর্ণ এলাকা প্লাবিত হবে।
তবে তিনি আক্ষেপ করে বলেন, পানি উন্নয়ন বোর্ডকে বার বার অবহিত করার পরও ভাঙন এলাকায় এখনো কেউ আসেননি।
বাংলা৭১নিউজ/জেএস