বাংলা৭১নিউজ, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ভৈরবনগরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বাড়িতে ঢুকে পড়লে ঘটনাস্থলেই ২ জন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন।
শুক্রবার (৪ আগস্ট) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-তারাপদ মণ্ডলের স্ত্রী গুরুদাসী মণ্ডল (৫০) ও আবদুল গফফারের মেয়ে আছিয়া খাতুন (১০)।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম জানান, বাসটি (সাতক্ষীরা ব-০৫-০০০৫) খুলনা থেকে সাতক্ষীরার দিকে আসছিল। তালা উপজেলার ভৈরবনগরে পৌঁছে অপর একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি বাড়িতে ঢুকে পড়ে। এ সময় সেখানে অবস্থানরত ২ জন নিহত হয়। এ ঘটনায় আহত ৪ জনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরপরই সাতক্ষীরা-খুলনা সড়কে সব ধরনর যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে শ্যামনগরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় লায়লা বেগম (৬০) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ওই নারীর স্বামী নুর ইসলাম ও ছেলে আমিনুর আহত হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে শ্যামনগর মহসিন কলেজের সামনে এ ঘটনা ঘটে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান জানান, হরিনগরের বাড়ি থেকে বের হযে নুর ইসলাম তার ছেলে আমিনুর ও স্ত্রীকে নিয়ে হয়ে মোটরসাইকেল যোগে শ্যামনগর হাসপাতালে আসছিল। পতিমধ্যে মহসিন কলেজের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলে লায়লা বেগম নিহত হয়। পুলিশ ট্রাকটি আটক করেছে।
বাংলা৭১নিউজ/জেএস