শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৩:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অবশেষে কাজী নজরুলকে জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি একদিনে ইউক্রেনের ১২০০ সৈন্য-যুদ্ধবিমানসহ ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি রাশিয়ার সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহাদাত হোসেন খান হিলু মারা গেছেন বিজয়ের ব্যাটে রাজশাহীর প্রথম জয়, দ্বিতীয় হার ঢাকার বাদ মহিউদ্দিন চৌধুরী, শহীদ ওয়াসিমের নামে হলো চট্টগ্রামের উড়ালসড়ক উত্তেজনার পারদ ছড়ানো ম্যাচে মুখোমুখি রংপুর-বরিশাল প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে ইপিআর নির্দেশিকা প্রণয়ন করা হবে শিক্ষকতাকে প্রথম শ্রেণির পেশা হিসেবে স্বীকৃতি দিতে হবে : হাসনাত ১৪ লাখ ২৫ হাজার মেট্রিক টন জ্বালানি তেল কিনবে সরকার বাংলা‌দেশি-ভারতীয় আটক জেলেদের হস্তান্তর ৫ জানুয়া‌রি হাসপাতালে পরিবারের সবাই, অভিনেত্রী অঞ্জনা সংকটাপন্ন এক সমন্বয়কের নেতৃত্বে প্রশাসন ভবনে তালা, অবরুদ্ধ শিক্ষক-কর্মচারী আহত রাতুলকে বিজিবির সহায়তা বিএফআইইউয়ের সাবেক প্রধান মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে মামলা রাঙ্গামাটিতে সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি, ইউপিডিএফ সদস্য নিহত বঙ্গবন্ধুর ভাস্কর্য ও মুজিব কিল্লা নির্মাণে দুর্নীতির অনুসন্ধান দুদকের জালে ডাকের সাবেক ডিজি সুধাংশু শেখর ভদ্র মধুমতীর পানি বাড়ায় ভাঙনের কবলে ‘স্বপ্ন নগর’ আশ্রয়ণ প্রকল্প যশোরের মাহফিলে আসুন, দেখা হবে, কথা হবে গর্ভবতী স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

সাতক্ষীরায় দিনে দুপুরে বন্ধুর হাতে বন্ধু খুন

সাতক্ষীরা প্রতিনিধি :
  • আপলোড সময় শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ৭১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কাশেমপুর জামতলা এলাকায় শনিবার বেলা দেড়টার দিকে ঘরে ঢুকে নিজের বন্ধুকে ধাঁরালো অস্ত্র দিয়ে খুন করেছে এক দুর্বৃত্ত। নিহতের নাম সালাউদ্দিন (১৫) পেশায় একজন ইজিবাইক চালক। সে সাতক্ষীরার কাশেমপুর জামতলা মালিবাড়ী এলাকার শাহজাহান আলীর ছেলে।

একই এলাকার আত্মস্বীকৃত খুনি সাগর হোসেন তার পিতা শহিদুল ইসলামকে বাড়িতে যেয়ে বলে আমার নিহত বন্ধু সালাউদ্দিনের লাশ বের করে আনতে।

নিহত সালাউদ্দিনের বাবা শাহজাহান আলী জানায়, বাড়িতে কেউ না থাকার সুযোগে সাগর হোসেন তার বন্ধু ইজিবাইক চালক সালাউদ্দিনের ঘরে ঢুকে ধাঁরালো অস্ত্র দিয়ে খুন করে পালিয়ে যায়।

পুলিশ প্রাথমিকভাবে জানায়, নিহত সালাউদ্দিন ও তার ঘাতক বন্ধু সাগর হোসেন দু’জনই মাদকাসক্ত ছিল। এমনকি তারা মাদক ব্যবসার সাথে জড়িত ছিল বলে অভিযোগ পাওয়া গেছে।

অপরদিকে, একটি ইজিবাইক বেচাকেনা নিয়ে তাদের মধ্যে বেশ কয়েকদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এ কারণে এই হত্যাকান্ড ঘটে থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে। খুনি সাগর ও তার বাবা বর্তমানে পলাতক রয়েছে। পুলিশ রসুলপুর গ্রামের রফিক নামের এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বোরহান উদ্দিন জানান, সাগর হোসেন তার বন্ধুকে খুন করার পর বাড়িতে এসে তার বাবা শহিদুল ইসলামকে এ খুনের কথা জানায়।

সাতক্ষীরা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম বার) জানান, হত্যাকান্ডের আসল কারন উদঘটনে পুলিশ মাঠে নেমেছে। বেশ কিছু ক্লু পাওয়া গেছে। সেসব ক্লু নিয়ে পুলিশ এগুচ্ছে। পুলিশ হত্যাকারীকে আটকের চেষ্টা করছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলা৭১নিউজ/পিকে

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com