বাংলা৭১নিউজ, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
সাতক্ষীরায় পুলিশের নিয়মিত অভিযানে ৪৫ জনকে আটক করা হয়েছে। রোববার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদের মধ্যে একজন জামায়াতের কর্মী রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১৪ জন, কলারোয়ায় ৮ জন, তালায় ৩ জন, কালিগঞ্জে ৫ জন, শ্যামনগরে ৪ জন, আশাশুনিতে ৪ জন, দেবহাটায় ৪ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৩ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধ নাশকতাসহ বিভিন্ন অভিযোগে থানায় মামলা রয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস