বাংলা৭১নিউজ, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যমনগরে ঘরের ভেতরে এক গৃহবধু খুন হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১১ টার দিকে পুলিশ ওই ঘর থেকে হাত পা- বাঁধা লাশ উদ্ধার করে। নিহত গৃহবধুর নাম জেবুন্নেছা খাতুন (৫২)। স্বামী- আব্দুল আজিজ সরদার। গ্রাম- নাকবাটি, শ্যামনগর, সাতক্ষীরা।
শনিবার সকালে গৃহবধূর স্বামী আব্দুল আজিজ সরদার জানান, তিনি তারাবির নামাজ পড়তে গেলে দুর্বৃত্তরা বাড়ির প্রাচীর টপকে গাছ বেয়ে ছাদে উঠে তাদের ঘরে প্রবেশ করে। এরপর তার স্ত্রী জেবুন্নেছাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়।
এ সময় তারা দুটি মোবাইল ফোন ও তার স্ত্রীর কানের দুল ছিড়ে নিয়ে গেছে। তারাবির নামাজ শেষে বাড়ি ফিরে তিনি তার স্ত্রীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে প্রতিবেশিদের খবর দেন। তিনি আরো জানান, দূর্বৃত্তরা তার স্ত্রীর মুখে স্যান্ডো গেঞ্জি ঢুকিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে গেছে। তার হাত-পা বাঁধা ছিলো।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী ঘটনাস্থল পরিদর্শন করে জানান, রহস্য উদঘাটনে পুলিশ কাজ করে যাচ্ছে। স্বামী ও কেয়ার টেকারকে জিঙ্গাসাবাদ করা হয়েছে। তিনি জানান, এ ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। নিহত গৃহবধূর লাশ আজ শনিবার সকালে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতলের মর্গে প্রেরণ করা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস