মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৬:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
‘পার্বত্য চট্টগ্রামের স্থিতিশীলতা পুরো অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ’ বাংলাদেশ আর কোনো নতজানু পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করে না অবশেষে পদত্যাগের ঘোষণা জাস্টিন ট্রুডোর অগ্রাধিকারমূলক কাজের তালিকা দিলেন উপদেষ্টা মাহফুজ জুলাই অভ্যুত্থান নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণে সহযোগিতা করবে সরকার এবার ভারতে দুই শিশুর শরীরে মিললো এইচএমপিভি চারদিনে রেমিট্যান্স এলো ২৭৬৫ কোটি টাকা বিদেশে বাংলাদেশ নিয়ে প্রচার করতে হবে বেপজাকে: প্রধান উপদেষ্টা মেক্সিকোতে পানশালায় বন্দুক হামলা, নিহত ৫ সাবেক এমপি মোস্তাফিজুর ও তার স্ত্রীর নামে দুর্নীতির ২ মামলা খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্রের মৃত্যুতে তথ্য উপদেষ্টার শোক ঘরে ফিরেই জ্বলে উঠেছে সিলেট বৃহস্পতিবার থেকে ফের শৈত্যপ্রবাহের সম্ভাবনা ডিজিটাল কোর্ট করে দেননি কেন? পলককে বিচারকের প্রশ্ন কোন ডিবি সাধারণ পোশাক পরে আসামি গ্রেপ্তার করতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা ৮২তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস জিতলেন যারা গাজীপুরে আজও সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ রাতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান স্কুল-কলেজের শিক্ষকদের নির্বাচনে সুযোগ দেওয়া যেতে পারে টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

সাগর-রুনি হত্যাকাণ্ড : তদন্ত শেষ না হওয়ার কারণ স্পষ্ট করার দাবি সাংবাদিক নেতাদের

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২০২ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যায় তদন্ত ছয় বছরেও শেষ না হওয়ার কারণ কী, সেটি স্পষ্ট করার দাবি জানানো হয়ছে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ থেকে।

আজ রোববার হত্যার ষষ্ঠ বার্ষিকীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে এক সমাবেশে বক্তারা এই প্রশ্ন রাখেন। পরে বিচারের দাবীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্টিম রাজাবাজারে নিজ বাসায় খুন হন সাগর রুনি। কেন এই হত্যা, কী ছিল খুনিদের স্বার্থ, সেটি রহস্য হয়ে আছে আজও।
শুরু থেকে শেরেবাংলা নগর থানা, সিআইডি ও ঢাকা মহানগর গয়েন্দা পুলিশ মামলার তদন্ত করেছে। পরে হাইকোর্টের আদেশে মামলাটির দায়িত্ব যায় র্যাআবের হাতে।

এই মামলায় প্রতিবেদন দাখিলে এখন পর্যন্ত ৫৪ বার সময় নেয়া হয়েছে। সর্বশেষ ১ ফেব্রুয়ারি আবার সময় চাওয়া হলে আগামী ১৩ মার্চ প্রতিবেদন দাখিলের জন্য সময় দিয়েছে আদালত।
এ ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত আট জনতে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে দু’জন এখন জামিনে।
হত্যার ষষ্ঠ বার্ষিকীতে সচিবালয়ে সাংবাদিকরা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান মিয়ার কাছে কত দিনের মধ্যে তদন্ত শেষ করা যাবে, সে বিষয়ে জানতে চান। তিনি আগের বছরের মতোই ‘শিগগির’ বলে জবাব দেন।

এদিকে সাংবাদিকদের সমাবেশে রিপোর্টারদের সংগঠন ডিআরইউর এর সভাপতি সাইফুল ইসলাম জানতে চান, কেন ছয় বছরে আইনশৃঙ্খলা বাহিনী এই হত্যার রহস্য উদঘাটনে ব্যর্থ হয়েছে।
সাইফুল বলেন, ‘অন্য কোন কারণ আছে কি? আমরা জানতে চাই। কেন তারা বারবার ব্যর্থতার তকমা নিচ্ছে?’।
ডিআরইউ সাধারণ সম্পাদক শুক্কুর আলী শুভ বলেন, ‘আমাদের বিশ্বাস এই হত্যার বিচার হবে। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত তদন্ত প্রতিবেদন দেবে- এটাও আমাদের বিশ্বাস।’

ডিআরইউ এর সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা বলেন, ‘খুনিরা ধরা না পড়া পর্যন্ত এই আন্দোলন থেকে ডিআরইউ সরে আসবে না। ডিআরইউ একজন সদস্য বেচে থাকা পর্যন্ত এই হত্যার বিচারের দাবিতে আন্দোলন চলবে।’
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী সাংবাদিকদের ঐক্যের তাগিদ দেন। তিনি বলেন, ‘আমরা এই হত্যার বিচারের দাবিতে কোন কমিটি বা কোন ক্যামপেইন করি নাই। নেতারা এক হতে বলেন, কিন্তু তারা তা মানেন না। আগামী বছর যেন শুধু আনুষ্ঠানিকতা না হয়। সাংবাদিক দম্পতির ছেলে মেঘকে এখানে দাঁড় করিয়ে যেন বলতে পারি বিচার হয়েছে।’

সমাবেশে বক্তব্য আরো রাখেন, ডিআরইউ সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, রাজু আহমেদ, মোরসালীন নোমানি, ইলিয়াস হোসেন প্রমুখ।
পরে সাংবাদিকরা মিছিল নিয়ে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেন। এতে স্বরাষ্ট্রমন্ত্রীকে উল্লেখ করে বলা হয়, ‘মামলার বর্তমান অবস্থা নিয়ে সাংবাদিক দম্পত্তি সাগর-রুনির পরিবার, তাদের সহকর্মী এবং সাংবাদিক সমাজ হতাশ।’

‘সাংবাদিক দম্পত্তি সাগর-রুনি কেন খুন হলেন? কারা এই খুনের সাথে জড়িত তা জনতে চায় দেশবাসী। মামলার সুষ্ঠু তদন্ত এবং আসল খুনিদের মুখোশ উন্মোচনে আপনার হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে।’

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com