মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ০৫:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পাচার হওয়া অর্থ ফেরাতে ইইউ প্রতিনিধিদলের সঙ্গে দুদকের বৈঠক ইসরায়েলকে থামাতে যে পদক্ষেপের পরামর্শ দিলেন এরদোয়ান পুলিশ দেখে সিএনজি থেকে যাত্রীর চিৎকার, ধরা পড়ল তিন ছিনতাইকারী জয়-পুতুল-ববির ব্যাংক অ্যাকাউন্ট জব্দ ডিএমপির পাঁচ ডিসিকে বদলি-পদায়ন ডেঙ্গুরোগী বেশি দক্ষিণ সিটিতে, ঢাকার বাইরে শীর্ষে চট্টগ্রাম আরও ৩০ মেডিকেল ডিসপেনসারি উদ্বোধন সেনাপ্রধানের মহানবি (সা.)-কে নিয়ে কটূক্তিকারী যুবক গ্রেপ্তার থাইল্যান্ডে বাসে আগুন লেগে ২২ শিক্ষার্থীর মৃত্যুর শঙ্কা সাবেক হুইপ মাহবুব আরা গিনি তিন দিনের রিমান্ডে সাবেক এমপি নাজিমকে হত্যার চেষ্টা : ৫ দিনের রিমান্ডে জ্যাকব চীনে ওয়ালমার্টে ছুরিকাঘাতে নিহত ৩, আহত ১৫ সাগর-রুনি হত্যা: শিশির মনিরসহ লড়বেন ৯ আইনজীবী সাবেক এমপি জিন্নাহ ও কবির বিন আনোয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা পুলিশ, বিজিবি ও আনসারে আসছে বড় নিয়োগ ঢাকায় একদিনে ট্রাফিক আইনে ৯৩৪ মামলা, জরিমানা সাড়ে ৩৫ লাখ টাকা গুজব ছড়িয়ে সংঘর্ষের পরিবেশ তৈরি করা হয়েছে: আসিফ মাহমুদ ব্যাটিং ব্যর্থতায় আড়াই দিনের টেস্টেও লজ্জার হার বাংলাদেশের ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার ড. দীলিপ নাথ ‘সুপারশপে পলিথিনের ব্যবহার বন্ধ যুগান্তকারী উদ্যোগ’

সাকিব-লিটনদের বিদায় করে ফাইনালে বি-লাভ ক্যান্ডি

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ১৬ বার পড়া হয়েছে

জয়ের জন্য ১৫৮ রান খুব বেশি বড় কোনো স্কোর ছিল না। কিন্তু এই রানটাই করতে পারলো না সাকিব আল হাসানের গল টাইটান্স। উইকেট ধরে রেখেও স্লো ব্যাটিং করে ৩৪ রানে হেরে গেলো গল টাইটান্স। ফাইনালে পৌঁছে গেলো বি-লাভ ক্যান্ডি।

বল হাতে দারুণ মিতব্যয়ী বোলিং করেছিলেন সাকিব। ৪ ওভারে ২৪ রান দিয়ে নিয়েছিলেন ১টি উইকেট। ব্যাট হাতে কিন্তু খুব বেশি কিছু করতে পারেননি বাংলাদেশ দলের অধিনায়ক। ১৫ বল খেলে তিনি করেছেন ১৭ রান। মাত্র দুটি বাউন্ডারি মারতে পেরেছিলেন তিনি।

শুধু সাকিবই নন, গল টাইটান্সের ব্যাটাররা বি-লাভ ক্যান্ডির বোলারদের পিটিয়ে বড় কোনো জুটি বা এককভাবে বড় কোনো স্কোর গড়তে পারেননি কেউ। ৩২ বলে সর্বোচ্চ ২৮ রান করেন সোনাল দিনুশা। লিটন দাস চেষ্টা করেছিলেন ভালো একটি স্কোর গড়ার। ১৯ বল টিকেছিলেন। ৪টি বাউন্ডারি মেরে ২৫ রান করে আর টিকতে পারেননি। চতুরঙ্গ ডি সিলভার বলে বোল্ড হয়ে যান তিনি।

অথচ, ১৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই ওপেনার লিটন এবং লাসিথ ক্রসপুলে মিলে ৪.৩ ওভারে (২৭ বল) গড়ে তোলেন ৩৮ রানের অনবদ্য জুটি। তখন মনে হচ্ছিল, ফাইনালে বুঝি এক পা দিয়েই ফেললো গল টাইটান্স।

কিন্তু ৩৮ রানের মাথায় লিটন দাস আউট হওয়ার পরই ছন্দপতন ঘটে। ক্রসপুলে ১৪ রান করে আউট হন। সোহান ডি লিভেরা ১ রান করে বিদায় নেন। সাকিব জুটি গড়ার চেষ্টা করেন। ৩ উইকেটে ৪৫ থেকে ৭৩ রান পর্যন্ত টেনে নেন দলকে। কিন্তু তিনিও আউট হন ১৭ রান করে। এরপর সোনাল দিনুশা একপ্রান্তে দাঁড়ালেও অন্য প্রান্তে টানা উইকেট পড়তে থাকে। যার ফলে, রানের গতিও কমে যায়।

শেষ পর্যন্ত ৮ উইকেটে ১২৩ রানে থেমে যেতে হয় গল টাইটান্সকে। ৩৪ রানের জয় নিয়ে ফাইনালে উঠে যায় বি-লাভ ক্যান্ডি। ফাইনালে আজ রাতে তারা মুখোমুখি হবে ডাম্বুলা আউরার।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে বি-লাভ ক্যান্ডি। অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা করেন সর্বোচ্চ ৪৮ রান। দিনেশ চান্ডিমাল করেন ৩৮ রান। অ্যাঞ্জেলো ম্যাথিউজ ২৪ রানে রানআউট হয়ে যান। চতুরঙ্গ ডি সিলভা ৬ বলে ১৫ রান করে দলকে একটা চ্যালেঞ্জিং পর্যায়ে নিয়ে যান।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com