মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ০৩:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাবেক হুইপ মাহবুব আরা গিনি তিন দিনের রিমান্ডে সাবেক এমপি নাজিমকে হত্যার চেষ্টা : ৫ দিনের রিমান্ডে জ্যাকব চীনে ওয়ালমার্টে ছুরিকাঘাতে নিহত ৩, আহত ১৫ সাগর-রুনি হত্যা: শিশির মনিরসহ লড়বেন ৯ আইনজীবী সাবেক এমপি জিন্নাহ ও কবির বিন আনোয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা পুলিশ, বিজিবি ও আনসারে আসছে বড় নিয়োগ ঢাকায় একদিনে ট্রাফিক আইনে ৯৩৪ মামলা, জরিমানা সাড়ে ৩৫ লাখ টাকা গুজব ছড়িয়ে সংঘর্ষের পরিবেশ তৈরি করা হয়েছে: আসিফ মাহমুদ ব্যাটিং ব্যর্থতায় আড়াই দিনের টেস্টেও লজ্জার হার বাংলাদেশের ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার ড. দীলিপ নাথ ‘সুপারশপে পলিথিনের ব্যবহার বন্ধ যুগান্তকারী উদ্যোগ’ নোয়াখালীতে রাষ্ট্রদ্রোহ মামলায় খালাস পেলেন তারেক রহমান কাজে না ফেরা পুলিশ সদস্যদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা মাছ ধরে বাড়ি ফেরার পথে বজ্রপাতে দুই জেলের মৃত্যু ময়মনসিংহে বিদ্যালয়ের নৈশপ্রহরী খুন, এলাকায় চাঞ্চল্য গুলিবিদ্ধ বলিউড তারকা গোবিন্দ, নেওয়া হয়েছে আইসিইউতে প্রধান উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উত্তরায় বিদেশি মদ-সোনা-অস্ত্রসহ গ্রেফতার এক ডা. শাহাদাতকে চট্টগ্রামের মেয়র ঘোষণা আদালতের বাংলাদেশ অলআউট ১৪৬ রানে, ভারতের লক্ষ্য ৯৫

সাকিবকেও ছাড় দিলেন না হৃদয়, বিধ্বংসী ইনিংসে জেতালেন দলকে

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ১৩ বার পড়া হয়েছে

জাফনা কিংসের লক্ষ্য ছিল মাত্র ১১৮ রানের। রান তাড়ার ইনিংসে তৃতীয় ওভারে বোলিংয়ের সুযোগ পেলেন সাকিব আল হাসান। একটি উইকেট নিয়ে ওই ওভারে দিলেন মাত্র ৪ রান। ওই ওভারেই তাওহিদ হৃদয় মাত্র ক্রিজে এসেছেন। সাকিবকে সিঙ্গেলস নিয়েই সন্তুষ্ট থাকলেন।

কিন্তু এরপরের ওভারে সাকিবকেও ছাড় দিলেন না ২২ বছরের হৃদয়। ওভারের চতুর্থ বলে মিডঅনের ওপর দিয়ে ছক্কা, পঞ্চম বলে মিডঅফ দিয়ে হাঁকালেন চার। প্রথম ওভারে মাত্র ৪ রান দেয়া সাকিব দুই ওভারে দিয়ে বসলেন ২১। সবমিলিয়ে ৪ ওভার বল করে ৩১ রানে ২ উইকেট নেন সাকিব।

শুধু স্বদেশি সিনিয়রের ওপর চড়াও হওয়াই নয়। শুক্রবার রাতে হৃদয় খেলেছেন বিধ্বংসী এক ম্যাচ জেতানো ইনিংস। ২৩ বলে তার ৪৪ রানের হার না মানা ইনিংসে চারের চেয়ে আবার ছক্কা বেশি (২ চার, ৪ ছক্কা)। ম্যাচটা তিনি শেষও করেন ছক্কা দিয়ে। এছাড়া ৩৯ বলে ৩ বাউন্ডারি আর ৫ ছক্কায় ৫৪ করেন রহমানুল্লাহ গুরবাজ।

পাল্লেকেলে স্টেডিয়ামে লঙ্কান প্রিমিয়ার লিগের ম্যাচে গল টাইটান্সকে ৮ উইকেট আর ৪৪ বল হাতে রেখে হারিয়েছে জাফনা কিংস। তিন ম্যাচে দুই জয় হলেও রানরেট বেড়ে যাওয়ায় তারা উঠে গেছে পয়েন্ট তালিকার শীর্ষে। সমান ম্যাচে সমান জয় নিয়ে দুইয়ে গল।

এর আগে লঙ্কান বাঁহাতি স্পিনার দুনিথ ওয়েল্লালাগে ঘুর্ণিতে নাকাল করে ছেড়েছেন গলের ব্যাটারদের। ৯ উইকেটে ১১৭ রানেই থেমে যায় গল টাইটান্সের ইনিংস। সাকিব ৯ বল খেলে ৬ রানেই আউট হয়ে যান, তার উইকেটটিও নেন ওয়েল্লালাগে।

দাসুন শানাকা ২৪ বলে করেন ৩০ রান। ২৫ বলে ওয়ানডে স্টাইলে ২৫ করেন ওপেনার শেভন ড্যানিয়েল, আরেক ওপেনার লাসিথ ক্রসপুলের ব্যাট থেকে আসে ১২ বলে ১৯ রান। টিম শেইফার্ট ২৩ বল খেলে করেন ধীরগতির ১৮। বাকিরা কেউ দশের ঘরও ছুঁতে পারেননি।

ওয়েল্লালাগে ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে নেন ৪টি উইকেট। হৃদয়কে ছাপিয়ে তিনিই হন ম্যাচসেরা।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com