ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ওই হামলাকারী স্বীকার করেছে যে, মাত্র দুদিন আগে বান্দ্রায় শাহরুখের বাড়ি মান্নাতেও ঢুকেছিল এক ব্যক্তি।
বৃহস্পতিবার সাইফের বাড়ির সিসিটিভি ফুটেজে ধরা পড়ে হামলাকারীর ছবি। শুক্রবার তাকে আটক করে মুম্বাই পুলিশ। বান্দ্রা রেলস্টেশনে তল্লাশি চালানোর সময় পুলিশ এক ব্যক্তিকে পেয়ে যায় যার ছবি হুবহু মিলে যায় সিসিটিভি ফুটেজে ধরা পড়া ব্যক্তির সঙ্গে।
হাসপাতালে নেওয়ার পর সাইফের নিউরো সার্জারি করা হয়েছে। সাইফের নিউরো সার্জেন নীতিন দাঙ্গে জানিয়েছেন, তাঁর পিঠে থোরাসিক স্পাইনাল কর্ডের পাশ থেকে ২-৩ ইঞ্চি গভীরে ঢোকা ধারালো অস্ত্র বের করা হয়েছে।
দ্রুত তাঁর অস্ত্রোপচার করা হয়েছে। তাঁর স্পাইনাল ফ্লুইড (মেরুদণ্ডের রস) বেরোতে শুরু করেছিল, তা বন্ধ করতেই এই অস্ত্রোপচার। তবে অস্ত্রোপচার সফল হয়েছে, স্থিতিশীল রয়েছেন অভিনেতা।
গত বছরের অক্টোবরে ভারতের আলোচিত রাজনীতিবিদ বাবা সিদ্দিকির হত্যা ঘটনার পর থেকেই আতঙ্কে বলিউড। সালমান খানের ঘনিষ্ঠ হওয়ায় এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বিষ্ণোই গ্যাং, এমনটাই দাবি করেছেন গ্যাংটির সদস্যরা।
এমনকী সালমানের কাছের সবার একই পরিণতি হবে বলেও হুমকি দেওয়া হয়। এবার সাইফ আলী খানের ওপর এমন হামলা আরও আতঙ্ক ছড়াল গোটা বলিউডে। হামলাকারীরা বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে জড়িত হতে পারে, এমনটাই ধারনা করছেন অনেকে। যদিও পুলিশের তদন্তে এখনও তেমন কোনো সংযোগ মেলেনি।
বাংলা৭১নিউজ/এসএকে