দৈনিক সময়ের আলো পত্রিকার সিনিয়র রিপোর্টার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাংগঠনিক সম্পাদক হাবীবুর রহমান হাবীবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
বুধবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মঙ্গলবার দিনগত রাতে সাংবাদিক হাবীবুর রহমানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়েছিলেন তিনি।
প্রয়াত সাংবাদিক হাবীবুর রহমানের প্রথম জানাজা দুপুর ২টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বিকেল সাড়ে তিনটায় দ্বিতীয় জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ এবং বিকেল চারটায় বাংলামোটরে তার কর্মস্থল সময়ের আলো কার্যালয়ের সামনে সবশেষ জানাজা অনুষ্ঠিত হবে।
সেখানে বিদায়ী আনুষ্ঠানিকতা শেষে মরদেহ তার গ্রামের বাড়ি কুমিল্লার উদ্দেশ্যে যাত্রা করবে।
বাংলা৭১নিউজ/সিএফ