বাংলা৭১নিউজ,আক্তারুজ্জামান বাচ্চু,সাতক্ষীরা প্রতিনিধি: বরিশালে ডিবিসির ক্যামেরাপারসনকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাতক্ষীরার সাংবাদিক সমাজ।
বৃহস্পতিবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, সাবেক সভাপতি আনিছুর রহিম, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, বরিশালে ডিবিসি নিউজের ক্যামেরাপারসনের হাতে হ্যান্ডক্যাপ পরিয়ে যেভাবে নির্যাতন করা হয়েছে তা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে। বক্তারা বলেন, শুধু বরিশাল নয়, সারাদেশেই সাংবাদিকরা নির্যাতন হামলা মামলার শিকার হচ্ছেন কিন্তু এর কোনো প্রতিকার হয় না। া অবিলম্বে বরিশালে সাংবাদিক নির্যাতনের ঘটনাসহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।
বাংলা৭১নিউজ/জেএস