বাংলা৭১নিউজ, বরিশাল প্রতিনিধি: বরিশালে ডিবিসি টেলিভিশনের ক্যামেরারপার্সন সুমন হাসানকে নির্যাতনের ঘটনায় প্রধান অভিযুক্ত ডিবির কনস্টেবল মাসুদুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পুলিশ কমিশনারের নির্দেশে তাকে বরখাস্ত করা হয় এবং একই সঙ্গে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এডিসি রুনা লায়লাকে প্রধান করে এই কমিটিকে ১২ ঘণ্টার মধ্যেই তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ রয়েছে। গঠিত তদন্ত কমিটি এরই মধ্যে দুজনের সাক্ষ্য গ্রহণ করেছেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ডিবি) নাসিরউদ্দিন মল্লিক জানান, তদন্ত কমিটির রিপোর্ট রাতেই পুলিশ কমিশনার বরাবর দাখিল করতে বলা হয়েছে। এর পরপরই ওই রিপোর্ট ঢাকা হেডকোয়ার্টার্সে প্রেরণ করা হবে।
এ ঘটনায় আজ বুধবার বেলা ১১টায় অশি^নী কুমার হলের সামনের সড়কে মানবন্ধন করে সংবাদ কর্মীরা। তারা বলেন, আট পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত এটা লোক দেখানো। তারা চান ফৌজদারী আইনে মামলা রুজু করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা।
বাংলা৭১নিউজ/জেএস