বাংলা৭১নিউজ, ঢাকা: এবারই প্রথম অমর একুশে বইমেলায় প্রকাশ হতে যাচ্ছে চারণ সাংবাদিক মোজাফফর হোসাইন জয়ের ‘বেদনার নীল ফাঁদে’ নামে একটি কবিতার বই। মুক্তদেশ প্রকাশনীর ১৮১ ও ১৮২ নং স্টলে বইটি পাওয়া যাবে শিগগির।
সাভারের সন্তান সময় টেলিভিশনের ঢাকা জেলা প্রতিনিধি মোজাফফর হোসাইন জয়ের কবিতাগ্রন্থটির প্রচ্ছদ এঁকেছেন সাহিত্য জগতের পরিচিত মুখ ধ্রুব এষ। নিজের লেখা কাঙ্ক্ষিত বইটির প্রকাশ নিয়ে তরুণ এই লেখক বলেন, ‘আমার বইয়ের কবিতাগুলো নিজের বাস্তবিক জীবন, দেশ, ভাষা, স্বাধীনতা যুদ্ধ ও ঐতিহ্যবাহী কৃষ্টি নিয়ে লেখা। সমসাময়িক ঘটনা, সমাজ, ধর্ম, প্রকৃতি, ঐতিহ্য, রাজনীতি, সম্প্রীতি সবকিছুই এই কাব্যগ্রন্থটির মধ্যে আঁকড়ে ধরার চেষ্টা করেছি। রূপক অর্থে নয়, চলমান জীবনে শিক্ষনীয় ও অবহেলিত বিষয়সমূহ মৌলিকতার নিরিখে শব্দ ভাণ্ডারের মাধ্যমে সাজানোর চেষ্টা করেছি। যেন একজন কবিতা পাঠক নিজের ঘটনা মনে করে উপলব্ধি করতে পারেন কবিতাগুলো আমার আপন কেউ…।’
মুক্তদেশ প্রকাশনীর প্রকাশক জাভেদ ইমন বলেন, ‘পাঠকের চাহিদার ওপর ভিত্তি করেই আমাদের প্রকাশনী গুণগত মানসম্পন্ন বই প্রকাশ করে থাকে। তরুণ এই লেখকের ‘বেদনার নীল ফাঁদে’ নামে কবিতার বইটি খুব শিগগির বইমেলায় আমাদের স্টলে পাওয়া যাবে। আশা করি, বইটি সবার ভালো লাগবে।’
বাংলা৭১নিউজ/এম