বুধবার, ২৬ জুন ২০২৪, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সকাল থেকে ঢাকায় ঝুম বৃষ্টি ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত রবি আজিয়াটা হবিগঞ্জে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত কালীগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত বরিশাল পাসপোর্ট অফিসে ছদ্মবেশে ফের দুদকের অভিযান কারাগারের ছাদ ফুটো করে পালিয়েও রক্ষা পেলেন না ৪ ফাঁসির আসামি কেনিয়ায় পার্লামেন্টে হামলা, পুলিশের গুলিতে নিহত ১৩ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাপানের উপমন্ত্রীর সাক্ষাৎ পুকুরে ফেলা গ্যাস বাবুর মোবাইল উদ্ধারে ঝিনাইদহে যাচ্ছে ডিবির দল খালেদা জিয়ার মুক্তির দাবিতে শিগগির কর্মসূচি: ফখরুল ‘দেশের মানুষকে আমরা কষ্ট দিয়েছি’ ক্ষমা চাইলেন শান্ত বেনজীরের পাসপোর্ট জালিয়াতি: অধিদপ্তরের ৮ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ ঈদ যাত্রার ১৩ দিনে সড়কে নিহত ২৩০ জন : বিআরটিএ প্যানারমিক সানরুফসহ যেসব সুবিধা থাকছে নতুন মাহিন্দ্রা থারে গঙ্গার পানিবণ্টন নিয়ে মমতার অভিযোগ খারিজ মোদী সরকারের মামুনুল হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সুনীল অর্থনীতিকে আরও এগিয়ে নিতে সরকার বদ্ধপরিকর উপকূলে নাজুক বেড়িবাঁধ যেন মরণ ফাঁদ রাষ্ট্রপতির সঙ্গে সফররত চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সাক্ষাৎ বিকাশে সম্মানী পাবেন ৪র্থ অর্থনৈতিক শুমারির কর্মীরা

সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে ক্র্যাবের মানববন্ধন

বাংলা৭১নিউজ,ঢাকা:
  • আপলোড সময় রবিবার, ৫ মে, ২০২৪
  • ১৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ ক্রাইম রিপোর্টাস এসোসিয়েশনের সদস্য ও দৈনিক যুগান্তরের নিজস্ব প্রতিবেদক ইকবাল হোসেন ফরিদের উপর হামলার প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে ক্র‍্যাব।

রোববার (৫ মে) ঢাকা রিপোর্টাস ইউনিটি প্রাঙ্গনে ক্রাইম রিপোর্টাস এসোসিয়েশন কর্তৃক আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

ইকবাল হাসান ফরিদ বলেন, আমি প্রতিদিন সাভারের কলমা এলাকা থেকে অফিস করি। প্রতিদিনের মতো অফিসের কাজ শেষ করে সেদিন বাসায় ফিরছিলাম। আনুমানিক রাত পৌনে ১২টার দিকে বাসার পাশের একটি অন্ধকার গলিতে পৌঁছালে আগে থেকেই ওৎ পেতে থাকা কেউ একজন আমার নাম ধরে ডাক দেয়। আমি দাঁড়িয়ে পেছনে তাকাতেই দেখি মুখোশধারী দুই যুবক। তারা আমাকে স্থানীয় দুই জনপ্রতিনিধির নাম ব্যবহার করে সাভার ছাড়ার নির্দেশ দেন। 

আগামী ১ মাসের মধ্যে সাভার ছেড়ে না গেলে সপরিবারে হত্যার হুমকি দেন তারা। এর পর মুখোশধারী অপর একজন মরিচের গুঁড়ো সাদৃশ্য কেমিক্যাল আমার চোখে-মুখে ও শরীরে নিক্ষেপ করে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। শরীরে জ্বালাপোড়া শুরু হলে স্থানীয়রা উদ্ধার করে আমাকে হাসপাতালে ভর্তি করে।

তিনি বলেন, হুমকিদাতারা যে জনপ্রতিনিধিদের নাম ব্যবহার করেছেন তাদের সঙ্গে আমার পরিচয়, যোগাযোগ কিংবা বিরোধ নেই। আমি চাই আইনশৃঙ্খলা বাহিনীর সুষ্ঠু তদন্তে প্রকৃত ঘটনার উদ্‌ঘাটন হোক।

বক্তব্যে ক্র‍্যাবের সভাপতি কামরুজ্জামান খান বলেন, সাংবাদিক ইকবাল হোসেনের উপর হামলার বিষয় নিয়ে আমরা ডিআইজি, পুলিশ সুপারের সঙ্গে একাধিকবার কথা বলেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি। তার প্রেক্ষিতে বলতে চাই, আগামী ৭ দিনের মধ্যে এই ন্যাক্কারজনক হামলার সুষ্ঠু বিচার নিশ্চিত করা না হলে অন্যান্য সাংবাদিক সংগঠনসহ আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো।

ক্র‍্যাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, গত ১৯ এপ্রিলে হামলার পর দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো ঘটনার ক্লু পুলিশ উদঘাটন করতে পারেনি। আগামী ৭ দিনের মধ্যে যদি সুষ্ঠু তদন্তসাপেক্ষে বিচার না হয়, তাহলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com