বাংলা৭১নিউজ, ময়মনসিংহ প্রতিনিধি: দৈনিক আমাদের অথনীতি গফরগাঁওস্থ নিজস্ব প্রতিনিধি ও প্রেসক্লাবের সদস্য হুমায়ন কবীর টিটোর উপর হামলার প্রতিবাদে এবং আসামী গ্রেফতারের দাবিতে শনিবার (১০ মার্চ) সকালে গফরগাঁও প্রেসক্লাবের সামনে জাতীয় দৈনিকের কর্মরত সাংবাদিকরা বিশাল মানববন্ধন কর্মসুচী পালন করে।
এতে উপস্থিত ছিলেন গফরগাঁও প্রেসক্লাবের সভাপতি আবদুল্লাহ আল আমিন বিপ্লব, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, আতাউর রহমান মিন্টু, শেখ আবদুল আওয়াল, মানসুর আহমেদ, রুকুন উদ্দিন সবুর, সৈয়দ আসাদুজ্জামান সোহেল, নাজমুল হক (বিপ্লব), নজরুল ইসলাম, দুনীর্তি দমন প্রতিরোধ কমিটির উপজেলা শাখার সভাপতি ডাঃ কে এম এহছান ও রফিকুল ইসলাম খান প্রমুখ ।
উল্লেখ্য , গত ৫র্মাচ সোমবার সকালে দৈনিক আমাদের অথনীতি গফরগাঁও উপজেলা প্রতিনিধি হুমায়ন কবীর টিটোর উপর সন্ত্রাসীরা হামলা চালায় ও তার মোটর সাইকেল ভাংচুর করে । এ ব্যাপারে গফরগাঁও থানায় লিখিত অভিযোগ করা হয়েছে ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালদের হাতে রোগীরা জিম্মি থাকে এমন অভিযোগের ভিত্তিতে গত সোমবার সকাল ১০টার দিকে সংবাদ সংগ্রহ করতে গেলে আল আমিন (২৭) নামে এক দালালের নেতৃত্বে সন্ত্রাসীরা হুমায়ন কবীর টিটোকে এই হাসপাতালের কোন সংবাদ না করার জন্য হুমকি দেয়। পরে একই দিনে সকাল সাড়ে ১১টার দিকে এইচ কবীর টিটো পৌর শহরের নতুন বাজার এলাকায় রোস্তম আলী গোলন্দাজ উচ্চ বিদ্যালয়ের সামনে গেলে সন্ত্রাসীরা গতিরোধ করে তাকে এলোপাতারি কিলঘুষি মারে ও মোটর সাইকেল ভাংচুর করে নগদ টাকা ও ক্যামেরা নিয়ে যায় ।
বাংলা৭১নিউজ/জেএস